এইদিন ওয়েবডেস্ক,তাইপেই সিটি,২১ আগস্ট : তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দ্বীপের চারপাশে ৪৫ টি চীনা সামরিক বিমান এবং ৯ টি চীনা যুদ্ধ জাহাজ দেখা গেছে । মন্ত্রণালয়ের মতে, বেইজিংয়ের ৪৫ টি বিমানের মধ্যে ২৭ টি তাইওয়ান প্রণালীতে আকাশ ও সমুদ্রের লাইন দিয়ে গেছে । উল্লেখ্য, কয়েক মাস আগে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের আমেরিকা সফরের পর তাইওয়ান দ্বীপের এলাকায় চীনা বিমান ও জাহাজের টহল এবং চীনের সেনাবাহিনীর সামরিক মহড়া বেড়েছে । তাইওয়ানের কর্মকর্তার আমেরিকা সফরের পর গত সপ্তাহে জয়েন্ট সোর্ড যৌথ নামে এই দ্বীপকে ঘিরে সামরিক মহড়া শুরু করে চীনা সেনাবাহিনী। চীনা সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র শি ই ঘোষণা করেছেন যে তাইওয়ান দ্বীপের চারপাশে “সিরিয়াস অ্যালার্ট” নামে এদেশের বিমান ও নৌ বাহিনীর যৌথ মহড়া শুরু হয়েছে ।
খবরে বলা হয়েছে, তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই এর সাম্প্রতিক আমেরিকা সফরের প্রতিবাদে এই সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে । এই সফরের প্রতিক্রিয়ায়, চীনের বিদেশ মন্ত্রণালয় গত সপ্তাহে ঘোষণা করেছে যে বেইজিং এই উস্কানিমূলক সফরের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক এবং গুরুতর পদক্ষেপ নেবে।
তাইওয়ান দ্বীপ রাষ্ট্রটিকে নিজের ভূখণ্ডের অংশ হিসাবে মনে করে চীন, তবে মার্কিন যুক্তরাষ্ট্র বলে যে এই দ্বীপটি চীনের ভূখণ্ডের বাইরে একটি স্বাধীন অঞ্চল । ইতিপূর্বেও তাইওয়ানের সামরিক কর্তৃপক্ষ দ্বীপের চারপাশে একাধিকবার চীনা বিমান এবং জাহাজ দেখতে পাওয়ার কথা জানিয়েছিল, মার্কিন কর্তৃপক্ষ তাইওয়ানের উপর বেইজিংয়ের সামরিক চাপ বন্ধ করার আহ্বান জানায় ।।