এইদিন স্পোর্টস নিউজ,০৬ জুন : হারের মধ্য দিয়ে বিশ্বকাপের পথচলা শুরু করলেও আজ বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়ে ইতিহাস গড়ল উগান্ডা । কারন তারা প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেল । প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। উগান্ডার বোলিং দাপটে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাপুয়া নিউগিনি। রানের খাতা খোলার আগেই অধিনায়ক আসাদ ভালা প্যাভিলিয়নে ফেরত চলে যান ।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পিএনজি। শেষ পর্যন্ত মাত্র ৭৭ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান করেন হিরি হিরি। ১৯ বল খেলে করেন ১৫ রান। আর সিয়াকা ও ডোরিগা দুইজনই করেছেন ১২ রান। উগান্ডার হয়ে সব বোলারই উইকেট পেয়েছেন। তবে সবার চেয়ে ভালো বোলিং করেছেন জুমা মিয়াগি। তিনি ৪ ওভারে ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। আলপেশ রামজানি, কসমাস কায়েটা এবং ফ্রাঙ্ক সুবুগাও পেয়েছেন দুইটি করে উইকেট।
অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে উগান্ডাও বিপদে পড়ে। মাত্র ৬ রানের মধ্যে তারা ৩ উইকেট হারায় । এরপর ছোট ছোট জুটিতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় উগান্ডা । শেষ পর্যন্ত তারা ৩ উইকেট ও ১০ বল বাকি থাকতে জয় পায় । রিয়াজত আলী শাহ উগান্ডার হয়ে ৩৩ রান করেছেন। উগান্ডা তাদের পুরো ইনিংসে মাত্র দুইটি বাউন্ডারি হাঁকাতে পেরেছে। পিএনগি’র হয়ে ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট পেয়েছেন আলেই নাও। নরম্যান ভানুয়া ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট পেয়েছেন ।।