এইদিন স্পোর্টস নিউজ,২১ জুন : বৃহস্পতিবার রাতে বার্বাডোজের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সুপার ৮ ম্যাচে ভারত ৪৭ রানে জিতে সুপার এইট মিশন শুরু করেছে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদবের অর্ধশতকের সাহায্যে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করে ভারত। সূর্য কুমার যাদব ২৮ বলে ৫৩ রান করেন । হার্দিক পান্ডিয়া ৩২, বিরাট কোহলি ২৪, ঋষভ পন্থ ২০, অক্ষর প্যাটেল ১২, রোহিত শর্মা ৮, অর্শদীপ ২ রান করেন। আফগানিস্তানের পক্ষে ফজল হক ফারুকী ও অধিনায়ক রশিদ খান ৩টি করে উইকেট নেন। একটি উইকেট নেন নবীন উল হক।
ভারতের দেওয়া 182 রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে তাদের সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রান করতে সক্ষম হয়।আফগানিস্তানের হয়ে রেহমান উল্লাহ গুরবাজ ১১, ইব্রাহিম জারদান ৮, গুলবাদিন নায়েব ১৭, আজমতুল্লাহ ওমর জাই ২৬, নাজমুল্লা জারদান ১৪ রান করেন। বাকি খেলোয়াড়রা ভালো পারফর্ম করতে পারেনি। আফগানিস্তানের বিপক্ষে ৪৭ রানে ম্যাচ জেতে ভারত । চার ওভারে সাত রানে তিন উইকেট নিয়ে আফগানদের ব্যাটিং লাইনে কার্যত ধ্বংস করে দেন বুমরাহ। জাসপ্রিত বুমরাহ,আর্শদীপ সিং ও কুলদীপ যাদবের ত্রিমুখি আক্রমণে আফগানদের কেউ ৩০ রান করতে পারেনি । এই জয়ে সেমিফাইনালের পথ একধাপ এগিয়ে গেল রোহিত শর্মারা । অন্যদিকে বিপদে পড়ে গেছে আফগানরা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ১৮১/৮ (২০ ওভার)।আফগানিস্তান: ১৩৪/১০ (২০ ওভার)।ফল: ভারত ৪৭ রানে জয়ী।ম্যাচ সেরা: সূর্য কুমার যাদব (ভারত)।।