এইদিন স্পোর্টস নিউজ,১৬ জুন : আইসিসি টি-২০ বিশ্বকাপে শনিবার রাতে ভারত ও কানাডার মধ্যে ম্যাচটি বৃষ্টির কারনে বাতিল হয়ে গেছে । গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে মাঠ ভিজে ছিল । একাধিকবার মাঠ পরিদর্শনের পর অবশেষে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন কর্মকর্তারা। এতে একমত হয়েছেন দুই দলের নেতারা। ফলে দুই দলই সমান এক পয়েন্ট পেয়েছে। এর সাথে ভারত টানা তিন জয়ে গ্রুপ এ-তে শীর্ষ অবস্থান ধরে রেখেছে এবং সুপার এইট পর্বে প্রবেশ করেছে।একই গ্রুপে মার্কিন যুক্তরাষ্ট্র চার ম্যাচে দুটি জয় পেয়েছে এবং মোট পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সুপার এইট পর্বে প্রবেশ করেছে। দল পাকিস্তান ও আয়ারল্যান্ড টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
প্রসঙ্গত,যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই ভোগাচ্ছে বৃষ্টি। বৃষ্টির দাপটে ইতিমধ্যেই কয়েকটি ম্যাচ বাতিল হয়ে গেছে । সবশেষ শনিবার রাতে ভেস্তে গেছে ভারত ও কানাডার ম্যাচ। ফ্লোরিডায় অবশ্য ম্যাচের সময় বৃষ্টি ছিল না। কিন্তু আউটফিল্ডের কিছু কিছু জায়গা ভেজা থাকায় ম্যাচটি বাতিল করে দেওয়া হয়।
এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচও বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। শত চেষ্টা করেও মাঠ শুকাতে পারেননি মাঠকর্মীরা। ম্যাচটি না হওয়ায় সুপার এইটে উঠে যায় যুক্তরাষ্ট্র। টুর্নামেন্ট থেকে ছিটকে যায় প্রাক্তন চ্যাম্পিয়ন পাকিস্তান। ভারতীয় সময় শনিবার রাত আটটায় ভারত-কানাডা ম্যাচ শুরুর কথা ছিল। কিন্তু আম্পায়াররা একদফা মাঠ পরিদর্শন করে নয়টা নাগাদ দ্বিতীয়বার মাঠ পর্যবেক্ষণে আসেন । কিন্তু আউটফিল্ডের কিছু জায়গায় জল জমে ছিল । মাঠ শুকানোর চেষ্টাও হয়, কিন্তু বিশেষ উন্নতি হয়নি।।
তা ছাড়া ফ্লোরিডার এই মাঠের জল নিষ্কাশন ব্যবস্থাও ভালো নয়। শেষ পর্যন্ত ম্যাচ ম্যাচটা বাতিল করেন আম্পায়াররা।
এদিকে কানাডার সঙ্গে ম্যাচ বাতিল করার পরই আইসিসিকে তোপ দাগলেন ভারতের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি সুনীল গাভাস্কার। স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে গাভাস্কার বলেছেন, ‘আইসিসিকে আমার অনুরোধ, দয়া করে এমন মাঠে খেলা রাখুন যেখানে বৃষ্টির সময় পুরো মাঠ ঢেকে রাখার ব্যবস্থা আছে। বিশ্বকাপ বা অন্য কোনো টুর্নামেন্টের এমন ভেন্যুতে দেওয়া উচিত যেখানে এই ধরনের সুযোগ-সুবিধা আছে। তাহলে দর্শক এবং ক্রিকেটারদের প্রতি সুবিচার হবে।’গাভাস্কার আরও বলেন, ‘নিউইয়র্ক থেকে ফ্লোরিডা অনেক দূরে। সমর্থকরা অনেক দূর থেকে খেলা দেখতে আসেন । প্রিয় ক্রিকেটারের খেলা দেখার জন্য অপেক্ষা করেন। তাদের হতাশ করার কোনো অধিকার আইসিসির নেই। বিশ্বের সব স্টেডিয়ামের পুরো মাঠ ঢাকার ব্যবস্থা করা উচিত। ২০১৯ বিশ্বকাপে কয়টা ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়েছে ভেবে দেখুন তো!’