এইদিন স্পোর্টস নিউজ,৩০ জুন : টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের উত্তেজনাপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত । রোহিত শর্মার বাহিনীর এই জয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রী টুইট করেছেন, ‘চ্যাম্পিয়নস ! আমাদের দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে নিজস্ব ছন্দে ! আমরা ভারতীয় ক্রিকেট দলের জন্য গর্বিত। এই ম্যাচটি ছিল ঐতিহাসিক।’
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ৭ উইকেটে ১৭৬ 1রান করে । শুরুতেই দ্রুত সূচনা দেওয়ার চেষ্টা করেন কোহলি ও রোহিত শর্মা। কিনতি কেশব মহারাজের বলে মাত্র ৯ রানে আউট হন রোহিত শর্মা। তার পর খাতা না খুলেই আউট হন ঋষভ পন্ত। তিন নম্বরে আসা সূর্যকুমার যাদবও তার ব্যক্তিগত ৩ রানে আউট হয়ে যান । মাত্র ৩৪ রানে ৩ উইকেটে পড়ার পর ভারত তার কৌশল পরিবর্তন করে। এ সময় অক্ষর প্যাটেলকে ক্রিজে পাঠানো হলে তিনি ঝড়ো ব্যাটিং করেন। অক্ষর প্যাটেল ৩১ বলে ৪ ছক্কা ও ১ চারে ৪৭ রান করে দলের রান সম্মানজনক জায়গায় নিয়ে যান । কোহলি এক প্রান্তে ক্রিজে ধরে দাঁড়িয়েছিলেন এবং অক্ষর প্যাটেল আউট হওয়ার পর আসা শিবম দুবে তাঁর সাথে ক্রিজে ছিলেন। ৪৮ বলে ৫০ পূর্ণ করার পর গিয়ার বদল করেন কোহলি।
হাফ সেঞ্চুরির পর কোহলি কিছু দুর্দান্ত শট খেলেন এবং ৫৯ বলে ৭৬ রান করেন। ১৬ বলে ২৭ রানের ইনিংস খেলেন দুবে। শেষ পর্যন্ত ২০ ওভারে ভারতীয় দলের স্কোর ৭ উইকেটে ১৭৬ রানে পৌঁছে যায়। দক্ষিণ আফ্রিকা দলের হয়ে নর্টজে ও কেশব মহারাজ ২ টি করে উইকেট নেন।
জবাবি ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা দলেরও শুরুটা খারাপ হয় । মাত্র ৪ রান করে আউট হন রিজা হেনড্রিকস। তিনি ছাড়াও মার্করামও ব্যক্তিগত ৪ রানে আউট হয়ে চলে যান। এখান থেকে স্টাবস এবং ডি ককের মধ্যে একটি জুটি গড়ে ওঠে। অক্ষর প্যাটেল এসে ৩১ রানের ব্যক্তিগত স্কোরে স্টাবসকে আউট করেন। এরপর ক্লাসেন এবং ডি কক ইনিংসকে এগিয়ে নিয়ে যান এবং দলের রান ১০০ তে নিয়ে যান। ৩৯ রানে ডি কককে আউট করে এই জুটি ভাঙেন আরশদীপ। এরপর হেনরিখ ক্লাসেন ক্রিজে এসে বিপর্যয় সৃষ্টি করেন এবং ২৩ বলে ছক্কা মেরে ফিফটি করেন। ২৭ বলে ৫২ রান করে পান্ডিয়ার শিকার হন তিনি। তার ব্যাট থেকে এসেছে ৫টি ছক্কা ও ২টি চার।
এর পরই ম্যাচ উল্টে যায়। ইয়ানসেনকে আউট করেন বুমরাহ। আফ্রিকার দুই ওভারে ২০ রান দরকার ছিল । ১৯ তম ওভারে মাত্র ৪ রান দেন আরশদীপ। শেষ ওভারে আফ্রিকার দরকার ছিল ১৬ রান। পান্ডিয়ার বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে মিলারকে আউট করেন সূর্য। এরপর রাবাদাও প্যাভিলিয়নের পথে হাঁটা শুরু করেন। পান্ডিয়া শেষ ওভারে দক্ষিণ আফ্রিকাকে ১৬ রান করতে দেননি এবং ভারত ম্যাচটি ৭ রানে জিতে যায় । দীর্ঘ ১১ বছর পর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতল ভারত । হার্দিক পান্ডিয়া নিয়েছেন ৩ উইকেট।।