এইদিন স্পোর্টস নিউজ,১৪ জুন : বৃহস্পতিবার আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর গ্রুপ ডি ম্যাচে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে আজ শুক্রবার পাপুয়া নিউগিনিকে ৭ উইকেটে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে আফগানিস্তান । নেদারল্যান্ডস-বাংলাদেশ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের অর্ধশতকের সাহায্যে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৫৯ রান করে বাংলাদেশ। জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে, নেদারল্যান্ডস ২৫ রানে হেরে যায় । নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মিডল অর্ডারের ভালো পারফরম্যান্স সত্ত্বেও মাত্র ১৩৪ রান তুলতে সক্ষম হয় নেদারল্যান্ডস ।
বাংলাদেশের হয়ে ৪৫ বলে ৬৪ রান করেন সাকিব আল হাসান। তানজিদ হাসান ৩৫, মাহমুদউল্লাহ ২৫ ও জাকের আলী ১৪ রান করেন । বোলিংয়ে রিশাদ হোসেন ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন এবং তাসকিন আহমেদ ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও মাহমুদউল্লাহ ।
আফগানিস্তান ও পাপুয়া নিউগিনি ম্যাচ :-
টি-২০ বিশ্বকাপে এসে চমৎকার বোলিং করে প্রতিপক্ষ দলকে দাঁড়াতেই দেয়নি আফগানিস্তান। ৫৮, ৭৫ ও ৯৫- এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম তিন প্রতিপক্ষের দলীয় রান। বিশেষ করে আফগানদের বৈচিত্র্যময় বোলিংয়ে দিশেহারা প্রতিপক্ষ দল। পারফরম্যান্সের ধারা বজায় রেখেই ইতিহাস গড়ে শেষ আটে পৌঁছে গেছে রশিদ-নবীরা। প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে নিজেদের নিয়ে গেছে যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। শুধু তাই নয়, আইসিসির কোনো টুর্নামেন্টে এই প্রথমবার গ্রুপ পর্ব পাড় করল তারা। আসরে তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে দলটি। আজ শুক্রবার (১৪ জুন ২০২৪) পাপুয়া নিউগিনিকে কার্যত পর্যুদস্ত করে দিয়েছে তারা ।
অন্যদিকে আফগানিস্তানের এই জয়ে কপাল পুড়েছে নিউজিল্যান্ডের। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে কিউইদের। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আজ ৭ উইকেটে জিতেছে আফগানিস্তান। আগে ব্যাট করে ৯৫ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে পাপুয়া নিউগিনি। এ নিয়ে এবারের আসরে ১০০ রানের নিচে অলআউট হওয়ার নবম নজির এটি। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে যা সর্বোচ্চ।
জবাবে ৪.৫ ওভার বাকি হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগান দল। আগে ব্যাট করতে নামা পাপুয়া নিউগিনি শুরু থেকেই আফগানদের কড়া বোলিংয়ের সামনে পড়ে। বিশেষ করে ফজল হক ফারুকী। তার সঙ্গে দারুণ করেছেন নাভিন-উল-হকও। তাদের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি পাপুয়া নিউগিনির ব্যাটসম্যানরা । শুধু মাত্র তিনজন ব্যাটসম্যান পৌঁছাতে পেরেছেন দুই অঙ্কের কোটায় । দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন কিপলিন দোরিগা ।
বল হাতে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন ফারুকী। তবে রান খরচে সবচেয়ে কৃপণ ছিলেন নাভিন। ২.৫ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া নূর আহমেদ পেয়েছেন ১ উইকেট। বাকি ৪ ব্যাটসম্যান রানআউটের শিকার হয়েছেন।।