এইদিন স্পোর্টস নিউজ,১১ জুন : টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ । শেষ ওভারে ১১ রান দরকার ছিল। সেটা তুলতে পারেনি তারা । সোমবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে তারা । রেজা হেনড্রিকস (০) ও কুইন্টন ডি কককে (১৮) সাজঘরে ফেরত পাঠান বাংলাদেশি ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব। দলের রান তখন ১৯। এইডেন মার্করামকে (৪) বোল্ড করেন তাসকিন আহমেদ। ট্রিসস্ট্যান স্টাবস সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন। ২৩ রানে চার উইকেট হারায় প্রোটিয়ারা। এসময় ইনিংস মেরামতের কাজ শুরু করেন হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। পঞ্চম উইকেটে তাদের জুটি ৭৯ বলে ৭৯ রান তোলে । ক্লাসেন ৪৬ ও মিলারের স্কোর ২৯। মিলারের ক্যাচ অবশ্য ফেলেছেন উইকেটরক্ষক লিটন দাস। কঠিন ছিল অবশ্য ক্যাচটি। দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ১১৪ রানের লক্ষ্য রাখে বাংলাদেশের সামনে । বাংলাদেশের পেসার সাকিব ৪ ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নেন। ১৯ রানে দুই উইকেট নেন তাসকিন ।
জবাবি ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যর্থ হয় । তানজিদ হাসান তামিম (৯),লিটন দাস ১৩ বলে ৯ করেছেন। সাকিব আল হাসান আবারও ব্যর্থ। এবার চার বলে করেছেন তিন রান। শান্ত সরকার ২৩ বলে ১৪ রানে যখন সাজঘরের পথে তখন বাংলাদেশ এর সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৫০ রান । তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ লড়াইয়ে ফেরার চেষ্টা করেন। পঞ্চম উইকেটে ৪৪ রানের জুটি গড়েন তারা । হৃদয় (৩৭) কাগিসো রাবাদার বলে লেগ বিফোর দ্য উইকেট হন। জাকের আলী অনিক ক্রিজে আসেন। তিনি ইনিংসের শেষ ওভারে আউট হন মাত্র ৮ রামে । রিয়াদও আশা জাগিয়ে আউট হন । তিনি করেন ২০ রান । জয়ের অনেক কাছে গিয়ে হেরেছে বাংলাদেশ । শেষ ওভারে ১১ রান দরকার ছিল । ক্রিজে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। তবে তারা ব্যর্থ হয়েছেন। প্রথমেই ওয়াইড পায় বাংলাদেশ। তখন ৬ বলে ১০ রান দরকার। রিয়াদ একটি রান নেন। এরপর জাকের নেন ২ রান । সব ঠিকই চলছিল। দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ মাথা ঠান্ডা রেখেছেন। তৃতীয় বলে তার বল তুলে মারতে গিয়ে আউট হন জাকের। রিশাদ স্ট্রাইকে আসেন। পায়ে লেগে বাই পান। ২ বলে তখন দরকার ৭ রান। রিয়াদ পঞ্চম বলটি তুলে মেরেছিলেন। কিন্তু মার্করাম লাফিয়ে ক্যাচ নেন। শেষ বলে দরকার ছিল ছয় রান। তাসকিন আহমেদ স্ট্রাইকে ছিলেন। এক রান নিতে পারতেন তিনি কিন্তু ছক্কা মারতে গিয়ে দলকে ডুবিয়ে দেন । তখন ১৬.২ ওভার। রিয়াদের পায়ে লেগে বল চলে গেল বাউন্ডারিতে। আবেদনের জন্য আউট দেন আম্পায়ার। পরে রিভিউয়ে সিদ্ধান্ত পাল্টে গেলেও চার রান বাই পাওয়া হয়নি। বাংলাদেশ অবশেষে সেই চার রানেই হেরেছে ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে গেলেও সুপার এইটের আশা রয়েছে। গ্রুপ পর্বে আরও দুটি ম্যাচ রয়েছে নাজমুল হোসেন, শান্ত সরকারদের।পরের দুটি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানে নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে। ১৩ জুন নেদারল্যান্ডসের ম্যাচটি রয়েছে সেন্ট ভিনসেন্টে। ১৭ জুন এই মাঠেই প্রতিপক্ষ নেপাল ।।