এইদিন স্পোর্টস নিউজ,০৪ জুন : টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে উগান্ডাকে হারিয়ে দুর্দান্ত শুরু করল আফগানিস্তান । নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকান দেশটিকে ১২৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে তারা। গায়ানার প্রভিডেন্স ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮৩ রান করে আফগানিস্তান। জবাবে এশিয়ান দলটির বোলিং তোপে পড়ে ১৬ ওভারে মাত্র ৫৮ রানেই থেমে যায় উগান্ডার ইনিংস। দলটির হয়ে কেবলমাত্র দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় পৌঁছতে পেরেছে।। সর্বোচ্চ ১৪ রান করেন রবিনসন ওবুইয়া। ১১ রান আসে রিয়াজাদ আলি শাহর ব্যাট থেকে। এছাড়া বিলাল হাসান করেন ৮ রান। উগান্ডাকে উড়িয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ফজল হক ফারুকি। মাত্র ৯ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন তিনি। এছাড়া নাভিন উল হক ও রশিদ নেন ২টি করে উইকেট।
এর আগে টস হারা আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। মূলত এই দুই ওপেনারের ব্যাটে ভর দিয়ে রানের পাহাড় গড়ে আফগানরা । উদ্বোধনী জুটিতে ১৫৪ রান যোগ করেন তারা। জাদরান ৭০ রানে ফিরে গেলে এই জুটি ভাঙে।
মাসাবার শিকার হওয়ার আগে ৪৬ বলে ৯ চারের পাশাপাশি একটি ৬ মারেন জাদরান। অল্প সময়ের ব্যবধানে গুরবাজও প্যাভিলিয়নে চলে যান । তার আগে ৪৫ বলে চারটি করে চার এবং ছয়ের সাহায্যে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ১৪ রান করেন মোহাম্মদ নবি। মাসাবা ও কসমাস কাইয়েউতা নেন ২ টি করে উইকেট।।