এইদিন ওয়েবডেস্ক,মেলবোর্ন,২৩ অক্টোবর : টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে পরাজিত করল ভারত । পাকিস্তানি দলের শুরুটা ভালো হয়নি এবং দ্বিতীয় ওভারেই অধিনায়ক বাবর আজমকে প্যাভেলিয়নে ফেরত পাঠিয়েছেন আরশদীপ সিং । চতুর্থ ওভারে ওপেনার মোহাম্মদ রিজওয়ানও আউট হয়ে যান । ইফতিখার আহমেদ এর পরে দায়িত্ব নেন এবং ৪ টি ছক্কা ও ২ টি চারের সাহায্যে ৩৪ বলে ৫০ করেন । ১৩ তম ওভারে মোহাম্মদ শামি আউট করেন তাঁকে । ১৪ তম ওভারে হার্দিক পান্ডিয়া শাদাব খান ও হায়দার আলিকে ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান । ১৬ তম ওভারে মোহাম্মদ নওয়াজকেও আউট করেন তিনি। এরপর আরশদীপ সিং আসিফ আলীকে ফেরত পাঠান । তিন নম্বরে নামা শান মাসুদ এক দিক ধরে রেখে পাকিস্তানকে ১৫৯ রানে পর্যন্ত টেনে নিয়ে যান দলকে । ৮ বলে ১৬ রানের ইনিংস খেলেন শাহীন আফ্রিদি ।
জবাবি ব্যাটিং করতে নেমে ভারতীয় দলের ওপেনার কেএল রাহুল মাত্র ৪ রান করে নাসিম শাহের বলে আউট হয়ে যান । রোহিত শর্মাও মাত্র ৪ রান করে ফিরে যান । তাঁকে চতুর্থ ওভারে আউট করেন হারিস রউফ । সূর্যকুমার যাদব ১০ বলে ১৫ রান করে রউফের শিকার হন । চার নম্বরে নেমে অক্ষয় প্যাটেল মাত্র ২ রান করে আউট হন । এরপর বিরাট কোহলির সঙ্গে হার্দিক পান্ড্য ইনিংস সামলেছেন ।বিরাট কোহলি ৫৩ বলে ৪ টি ছক্কা এবং ৬ টি চারের সাহায্যে ৮২ রান করেন । হার্দিক পান্ডিয়ার ৩৭ বলে ৪০ রানের ইনিংসে রয়েছে ২ টি ছক্কা এবং একটি চার ।।