এইদিন ওয়েবডেস্ক,সিডনি,২৭ অক্টোবর : টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে একতরফা জয় পেল ভারত । বৃহস্পতিবার সিডনিতে নেদারল্যান্ডসকে ৫৬ রানে পরাজিত করে টিম ইন্ডিয়া । টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের অনবদ্য ব্যাটিংয়ে ভর করে ভারত ১৭৯ রানের বিশাল লক্ষ্য রাখে ।বিরাট কোহলি অপরাজিত ৬২ , অধিনায়ক রোহিত শর্মা ৫৩ এবং সূর্যকুমার যাদব অপরাজিত ৫১ রান করেন । জবাবি ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানে শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস ।
ভারতের ব্যাটিসম্যানদের মত বোলারদেরও এদিন ছন্দে দেখা যায় । ভুবনেশ্বর কুমার পাওয়ারপ্লেতে তার দুটি ওভারই মেডেন করেন এবং একটি উইকেটও নেন । নেদারল্যান্ডস নিয়মিত বিরতিতে উইকেট হারায় । ভারতের হয়ে ভুবনেশ্বর, আরশদীপ, অক্ষর প্যাটেল, অশ্বিন ২টি করে উইকেট নেন । প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে ভারত । এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পর ভারত ৪ পয়েন্ট এবং + ১.৪২৫1.নেট রান রেট নিয়ে গ্রুপ ২-এর শীর্ষে উঠে গেছে । গ্রুপে দক্ষিণ আফ্রিকার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত ।।