এইদিন,ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ,০১ সেপ্টেম্বর : মুসলিম ডেলিভারি বয়কে দিয়ে খাবার পাঠাতে নিষেধ করল সুইগির(Swiggy) জনৈক এক গ্রাহক । ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে । সেখানে জনৈক এক ব্যক্তি খাবারের অর্ডার দেওয়ার পরে সুইগিকে মেসেজ করেছেন “মুসলিম ডেলিভারি পার্সন চাই না” (Don’t want a muslim delivery person) । ওই মেসেজের স্ক্রিনশর্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের সৃষ্টি হয়েছে । এছাড়া হায়দ্রাবাদের অন্য একটি ঘটনায় এক সুইগি গ্রাহক মুসলিম ডেলিভারি বয়কে দিয়ে পাঠানো খাবার ফিরিয়ে দেন । গ্রাহক দাবি করেছেন যে তিনি ডেলিভারি নির্দেশনায় স্পষ্টভাবে লিখেছিলেন, প্রথমত খাবার খুব কম মশলাদার এবং দ্বিতীয়ত, হিন্দু ডেলিভারি ব্যক্তি হতে হবে । যদিও এসব বিষয়ে সুইগির তরফ থেকে এযাবৎ কোনো উত্তর পাওয়া যায়নি ।
প্রসঙ্গত,হায়দ্রাবাদের বহু মানুষ তাদের খাবারের জন্য সুইগি (Swiggy) এবং জোমোটোর (Zomato) উপর নির্ভরশীল । এই দুই সংস্থার পোর্টালে প্রতিদিন প্রচুর খাবার অর্ডার হয় । এখন ডেলিভারি বয়ের ধর্ম কি হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে । একাংশের দাবি,নূপুর শর্মার কথিত ধর্মনিন্দার নামে হিংস্র বিরোধিতার ফলে দুই সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাসের পরিবেশের সৃষ্টি করেছে । তার ওপর রাজনৈতিক নেতাদের দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক মন্তব্যের কারনে সময়ের সাপেক্ষে বিভেদ ক্রমশ বেড়েই চলেছে । যা ভারতের পক্ষে অশুভ সঙ্কেত বলে মনে করা হচ্ছে ।।