এইদিন ওয়েবডেস্ক,অযোধ্যা,২৩ ফেব্রুয়ারী : স্বরা ভাস্কর গত ১৬ ফেব্রুয়ারী সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সাথে তার বাগদানের ঘোষণার পর থেকেই তুমুল বিতর্ক চলছে । একদিকে ইসলামিক ধর্মীয় পণ্ডিতরা স্বরা-ফাহাদের বিয়ে মুসলিম রীতিনীতি মোতাবেক না হওয়ায় এই বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন । কারন স্বরা এখনো আনুষ্ঠানিক ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেননি । অন্যদিকে হিন্দু ধর্মগুরুরাও এই বিয়ের সমালোচনা করছেন । সম্প্রতি এই বিয়ের বিষয়ে অযোধ্যার মহন্ত রাজু দাসের মন্তব্য সামনে এসেছে । তিনি বলেছেন,’এমন একটি সম্প্রদায় যেখানে ভাই এবং বোনের বিয়ে হয় । তবে তাকে(স্বরা ভাস্কর) অভিনন্দন, কারন এরপর ১০০০ পুরুষের সাথে রাত কাটাতে হতে পারে তাকে । সে এমন একটি সম্প্রদায়ে বিয়ে করেছে যেখানে ভাই-বোনকে বিয়ে করে এবং তারপর তালাক-তালাক-তালাক করে ।’
তিনি আরও বলেন,’স্বরা ভাস্কর খোলাখুলিভাবে “ইনশাআল্লাহ” এবং “ভারত তেরে টুকড়ে হঙ্গে” স্লোগান দিয়েছেন । তিনি এমন একজনের সাথে বিয়ে করেছেন যাকে ১০ দিন আগে ‘ভাই’ বলে সম্বোধন করেছিলেন এবং তাকে শীঘ্রই বিয়ে করতে পরামর্শ দিয়েছিলেন ।’
এর আগে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেত্রী সাধ্বী প্রাচি ফাহাদ আহমেদকে বিয়ে করার জন্য অভিনেত্রী স্বরা ভাস্করের নিন্দা করেন । তিনি বলেছিলেন,দিল্লির শ্রদ্ধা ওয়াকারের মতো একই পরিণতি হতে পারে স্বরার । শ্রদ্ধাকে তার লিভ-ইন পার্টনারের হাতে নিহত হতে হয়েছিল । সাধ্বী প্রাচী বলেছিলেন যে একজন মুসলিম পুরুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রদ্ধার ফ্রিজটি দেখা উচিত ছিল স্বরার । তিনি ওই হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, অভিযুক্ত শ্রদ্ধার দেহাংশ জঙ্গলে ফেলার আগে তার দেহ ৩৫ টুকরো করে একটি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিল ।
সাধ্বী প্রাচী আরও বলেছেন যে সম্ভবত, স্বরা ভাস্কর কীভাবে শ্রদ্ধার দেহকে ৩৫ টুকরো করা হয়েছিল সেই খবরে মনোযোগ দেননি। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তার একবার ফ্রিজটি দেখা উচিত ছিল । যদিও এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত,আমার বলার কিছু নেই। কিন্তু শ্রদ্ধার সাথে যা ঘটেছে স্বরার ক্ষেত্রেও তা ঘটতে পারে । পাশাপাশি তিনি স্বরা ভাস্করের হিন্দু বিরোধী মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন ।।