এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২১ ফেব্রুয়ারী : বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ও এসপি নেতা ফাহাদ আহমেদের বিয়ে নিয়ে এখন দেশ জুড়ে জোর চর্চা চলছে । হিন্দু স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ একজন মুসলিম, তাদের একটি আন্তঃধর্মীয় বিয়ে হয়েছে,যে কারণে ব্যবহারকারীরা তাদের ট্রোল করছেন । অবশ্য অনেকে তাদের শুভেচ্ছাও জানাচ্ছে । স্বরা ভাস্করের বিয়ে নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেত্রী সাধ্বী প্রাচী (Sadhvi Prachi) । বেরেলির সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন যে শ্রদ্ধা ওয়াকারের ৩৫ টি টুকরো দেখেননি স্বরা ভাস্কর । ফ্রিজ ও স্যুটকেসে রাখা শ্রদ্ধার মৃতদেহের টুকরো হয়তো তিনি দেখেননি । শ্রদ্ধা এবং নিকির মত অবস্থা তারও হতে পারে। স্বরা ভাস্করের ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল । একই সঙ্গে তিনি বলেন, ‘স্বরা ইতিমধ্যেই হিন্দু বিরোধী বক্তব্য দিয়ে আসছেন। এখন ফাহাদ আহমেদকে বিয়ে করে তিনি প্রমাণ করেছেন যে তিনি হিন্দুবিরোধী ।’ সাধ্বী প্রাচী জানান, শিগগিরই তাদের বিচ্ছেদের খবর গণমাধ্যমে আসবে।
স্বরা ভাস্করের বিয়ের পর তার একটি টুইট ভাইরাল হচ্ছে । যেখানে তিনি ফাহাদকে “ভাই” বলে সম্বোধন করেছেন । ওই পোস্টে ফাহাদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্বরা লিখেছেন,’শুভ জন্মদিন ফাহাদ মিঁয়া ! ভাই, আপনার আত্মবিশ্বাস অটুট রাখুন, ফাহাদ আহমেদ সুখে থাকুন, স্থির হোন.. আপনি বুড়ো হয়ে যাচ্ছেন, এখন বিয়ে করে ফেলুন ! আপনার জন্মদিন এবং বছর চমৎকার কাটুক, বন্ধু।’ সাধ্বী প্রাচী এতে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন- ‘আচ্ছা,সে তাহলে তোমার ভাই হচ্ছে ।’
পাশাপাশি তিনি জানিয়ে দেন, ভারতকে শীঘ্রই হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে। তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঘরে ফেরার আমন্ত্রণও জানান ।।