এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২১ নভেম্বর : বলিউডের এমন কিছু অভিনেতা-অভিনেত্রী আছেন যাঁরা অভিনয়ের বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে সর্বসমক্ষে নিজের মতামত রাখেন ৷ প্রকাশ করে ফেলেন নিজেদের রাজনৈতিক অবস্থান । এই সমস্ত সেলিব্রিটিদের প্রকাশ্যে সরকারী নীতির বিরোধিতা বা সমর্থন করতেও দেখা যায় । তাঁদের মধ্যে অন্যতম নাম অভিনেত্রী স্বরা ভাস্কর । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষনার খুশিতে একটি ভিডিও’য় স্বরাকে মাথায় গ্লাস রেখে নাচতে দেখা গেল ।
আসলে ওই ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন স্বরা ভাস্কর । ভিডিওটি একটি পার্টির । ভিডিওতে দেখা গেছে মাথায় একটি গ্লাস রেখে মিউজিকের তালে নাচছেন স্বরা । ভিডিও’র ক্যাপশনে স্বরা লিখেছেন, ‘পার্টি কৌশল,যেটা আমি আমার বাবার কাছে শিখেছি । ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী মোদী তিন কৃষি আইন প্রত্যাহার করেছেন, উদযাপন তো করতেই হবে ।’
তিন কৃষি আইন প্রত্যাহার নিয়ে ট্যুইটও করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর । তিনি নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন,’কৃষকদের সংগ্রামের প্রভাব ! অন্ধকার সময়ে..প্রতিরোধ কাজ করে । প্রতিবাদ কাজ করে । সক্রিয়তা কাজ করে । এবং আমাদের অন্যায়ের প্রতিরোধ ও পরিবর্তন আনার জন্য রাজনৈতিক নেতা বা ‘বিকল্প’ রূপে একজন ত্রাণকর্তার জন্য অপেক্ষা করতে হবে না । জনগণই বিকল্প, পরিবর্তন ।’
শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এরপরেই কয়েকজন সেলিব্রিটিকে প্রতিক্রিয়া দিতে দেখা গেছে । এবার কৃষি আইন প্রত্যাহারের খুশিতে মাথায় গ্লাস রেখে নিজের নৃত্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন স্বরা ভাস্কর । যে ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে গেছে ।।
ছবি : সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওর স্ক্রীন শর্ট