বলেছিলিস, চোখের পাতার মতো কাছে এসো।
বড়ো আদুরে কথা!
বুঝেছিলাম, মনের হরেক ভিড়ে
আমাকে তুই রাখতে চাস না ।
একগুচ্ছ প্রজাপতি মেললো ডানা
আসলে ভালোবাসার বোধহয় একটা শক্তি থাকে
যা পাথরেও ফুল ফোটায়।
আসলে কাঙালের আঙিনায় ভালোবাসা
যেন নুন আর ভাত
যতটা সম্ভব গোগ্ৰাসে গিলে
আত্তীকরণের প্রচেষ্টা।
কিন্তুু সময় যেমন রঙিন, তেমন বোহেমিয়ান।
আবহাওয়ার মতো মনও পরিবর্তনশীল
তুই ফেরালি চোখ।
তোর চোখে এখন রঙিন স্বপ্ন
আমার আর স্বপ্ন দেখা হলো না।।