এইদিন ওয়েবডেস্ক,কোচি,২১ জুলাই : কেরালার সিপিএম বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী কেটি জলিল (KT Jaleel )-এর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুললেন কেরালার সোনা চোরাচালান মামলার মূল অভিযুক্ত স্বপ্না সুরেশ (Swapna Suresh) । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মন্ত্রী থাকাকালীন সিপিএম বিধায়ক কেটি জলিল যে সমস্ত দেশবিরোধী কাজকর্মে জড়িত ছিলেন সেই সমস্ত প্রমাণ তিনি তাঁর উকিলের কাছে হস্তান্তর করেছেন । আজ (বৃহস্পতিবার) হলফনামাসহ এসব নথি আদালতে দাখিল করা হবে ।
উল্লেখ্য,২০২০ সালের ৫ জুলাই তিরুবনন্তপুরম বিমানবন্দরে এক কূটনৈতিকের ব্যাগ থেকে ১৪.৮২ কোটি টাকা মূল্যের ২৪ ক্যারেটের ৩০ কিলোগ্রাম সোনা বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (Central Board of Indirect Taxes and Customs) । যা তিরুবনন্তপুরমে সংযুক্ত আরব আমিরাতের কনস্যুলেটে হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । এই মামলায় জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) তদন্তে অন্যতম মূল অভিযুক্ত স্বপ্না সুরেশের সাথে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রধান সচিব এম শিবশঙ্করের যোগসুত্র খুঁজে পাওয়ার পর তাঁকে বরখাস্ত করা হয় এবং তাঁর পদ থেকে অপসারণ করা হয় ।
স্বপ্না বলেন,’ইডির উপর আমার সম্পূর্ণ আস্থা আছে কারণ ইডিই একমাত্র তদন্তের কাজটি সঠিকভাবে করতে পারে । মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) খুব টেনশনে আছেন । তিনি ভয় পাচ্ছেন । আসলে তিনি একটি সিস্টেম ব্যবহার করে যাবতীয় কারসাজি করতেন ।’এর আগে সুরেশ অভিযোগ করেছিলেন যে, সত্য প্রকাশ করার জন্য মুখ্যমন্ত্রী তাঁকে “হয়রানি” করছেন ।।