এইদিন ওয়েবডেস্ক,০৭ জুলাই : সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে গনধোলাইয়ের একের পর এক ঘটনা ঘটে চলেছে । চোপড়ায় ‘ইনসাফ সভা’র নামে এক প্রেমিক যুগলকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করেছিল তৃণমূল কংগ্রেস আশ্রিত তাজিমূল ইসলাম নামে এক দুষ্কৃতী । তার আগে বিজেপি করার অপরাধে কোচবিহারের এক মুসলিম মহিলাকে নগ্ন করে পাশবিক অত্যাচার করে শাসকদল তৃণমূল কংগ্রেসের মহিলা ও পুরুষবাহিনী । এর বাইরে চোর বা ছেলেধরা সন্দেহে গনপিটুনির ঘটনা ঘটেই চলেছে এরাজ্যে । এই পরিস্থিতির মাঝে রাজ্যে গনপিটুনি রোধ করতে গান বাধলেন বর্ধমান শহরের বাসিন্দা স্বপন দত্ত নামে নামে এক বাউল শিল্পি । গনপিটুনির ঘটনায় অভিযুক্তদের তিনি ফাঁসির দাবি জানিয়েছেন । আজ রবিবার উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া ও অশোক নগরে গিয়ে গানের ছন্দে মানুষকে সচেতন করে আসেন ।
স্বপনবাবু গানের ছন্দে আহ্বান জানান, গুজবে কান দেবেন না । গনপিটুনির ভিডিও না করে প্রতিবাদ করুন । কেউ অপরাধ করলে গনধোলাই না দিয়ে পুলিশের দ্বারস্থ হন । তার গানে উঠে আসে কোচবিহারের মহিলাকে নগ্ন করে অত্যাচারের ঘটনাও, তিনি এর তীব্র নিন্দা জানান । পাশাপাশি গণপিটুনি রুখতে কঠোর আইন প্রণয়ন এবং অভিযুক্তদের ফাঁসির দাবিও তোলেন তিনি ।
বাউল শিল্পি স্বপন দত্তের গান শুনুন 👇
প্রসঙ্গত,বাউল শিল্পি স্বপন দত্ত এলাকায় সমাজসেবী বলে পরিচিত । মূলত তিনি সামাজকে কুসংস্কার মুক্ত করতে স্বরচিত গান গেয়ে বেড়ান । পারিবারিক আর্থিক সমস্যার মাঝেও গোটা রাজ্য জুড়ে ঘুরে ঘুরে সচেতনতা মূলক প্রচার চালান স্বপনবাবু । তার সম্বল বলতে একটা ডুগি,কাঁধের ঝোলাতে রাখা একটা ব্যাটারি চালিত ছোট মিউজিক সিস্টেম এবং একটা মাইক্রোফোন । কেউ সন্তুষ্ট হয়ে কিছু খাওয়ালে তার খাবার জোটে, নচেৎ দিনভর তাকে অভুক্ত থাকতে হয় । তবুও তার সচেতনতামূলক প্রচার কখনো থেমে থাকেনি । তার এই মানসিকতার প্রশংসা করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি স্বর্গীয় প্রনব মুখার্জি ।।