এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ জানুয়ারী : বর্ধমান জেলার ভাতার থানায় স্বামী বিবেকানন্দের একটি আবক্ষ মূর্তির উন্মোচন হল । মঙ্গলবার মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় । ভাতার থানার মূল ভবনের ঠিক উলটো দিকে একটা ফুলের বাগানে স্বামী বিবেকানন্দের মূর্তিটি স্থাপন করা হয়েছে । পুলিশ সুপার ছাড়াও
উপস্থিত ছিলেন ডিএসপি (ক্রাইম) শাশ্বতী শ্বেতা সামন্ত এবং ভাতার থানার ওসি অরুন কুমার সোম । এই উপলক্ষে প্রায় ৩০০ জন সিভিক ভলেন্টিয়ার এবং ১৪ জন ভিলেজ পুলিশকে শীতের জ্যাকেট উপহার তুলে দেওয়া হয় ভাতার থানার পক্ষ থেকে।
বছর দেড়েক আগে ভাতার থানার ওসি হয়ে আসেন অরুন কুমার সোম । তিনি আসার পর থেকেই ভাতার থানা চত্বরে সৌন্দর্যায়নের প্রচুর কাজ হয়েছে । ফুলের বাগান ছাড়াও থানার মূল ভবনের পাশে টবে ফুলের গাছ লাগানো হয়েছে । এছাড়া এলাকার বিভিন্ন সড়কপথে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানোর পাশাপাশি সিসিটিভি কন্ট্রোলরুম নির্মাণেও তিনি উদ্যোগী হন । এখন তিনি বর্ধমান ডিআইবি তে বদলি হয়ে যাচ্ছেন । সেই সাথে ভিনজেলায় বদলি হতে চলেছেন অতিরিক্ত পুলিশ সুপার এবং ডিএসপিও (ক্রাইম) ।।