এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ জানুয়ারী : এবারে তৃণমূলের বিরুদ্ধে উঠল জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ । মালদহের রতুয়ায় তৃণমূলের নেতাদের উদ্যোগে আয়োজিত মেলায় গাওয়া হল র্যাপের স্টাইলে “জনগনমন অধিনায়ক” গান । অভিযুক্তরা হলেন মালদহের রতুয়ায় জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এবং তাঁর ছেলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি । তাদের উদ্যোগে রতুয়াতে চলতি মাসের ৪ তারিখ থেকে একটি মেলা শুরু হয় । মেলার নাম “আমার মেলা” । আব্দুর রহিম বক্সি ও রিয়াজুল করিম বক্সিদের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। মূলত সেই ব্যানারেই হয় এই মেলা। সেখানে বৃহস্পতিবার রাতে স্কুলের একটি সঙ্গীত অনুষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হয় র্যাপের স্টাইলে, এমনই অভিযোগ উঠেছে । সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় বয়ে যায় রাজ্য জুড়ে । এরাজ্যের প্রথম সারির মিডিয়া বিষয়টি না দেখার ভান করলেও কয়েকটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি সম্প্রচারিত হয় । তার মধ্যে দুটি ইউটিউব চ্যানেলের ভিডিও এক্স-এ শেয়ার করে ওই তৃণমূল নেতা ও তার ছেলেকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি লিখেছেন,’আমি সকল জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী জনগণ কে আবেদন জানাচ্ছি আমাদের জাতীয় সংগীতের এমন অবমাননার বিরুদ্ধে আপনারা রাজ্য জুড়ে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করুন। বিশেষত মালদহ জেলার সংশ্লিষ্ট থানায় অবশ্যই অভিযোগ দায়ের করবেন। মমতা পুলিশের চটি চাটা আধিকারিকরা হয়তো এফআইআর ( FIR ) দায়ের করতে মানা করতে পারে, তাই ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর নতুন বিধান অনুযায়ী আপনারা সংশ্লিষ্ট থানায় ই মেইল পাঠিয়ে অভিযোগ দায়ের করুন, স্বয়ংক্রিয়ভাবেই তা গন্য হবে।’ তিনি আরও লিখেছেন,
‘মমতা পুলিশের থেকে আশা করা যায় যে তারা কোনো পদক্ষেপ করবে না, সে ক্ষেত্রে আপনারা উচ্চ আদালতে যাওয়ার উদ্যোগ গ্রহন করবেন, আমি সমস্ত আইনি সাহায্য প্রদান করতে প্রস্তুত।’ তিনি একটা ইমেল আইডি দিয়ে আবেদন জানিয়েছেন,’আপনাদের দায়ের করা অভিযোগ সংক্রান্ত বিশদ বিবরণ ও তথ্য আমাকে ই মেইল এ পাঠাবেন ।’।