এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,২৩ ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় দুই সেনা গাড়িতে সন্ত্রাসীদের দ্বারা অতর্কিত হামলার স্থানের কাছে শুক্রবার সন্দেহজনক পরিস্থিতিতে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে । মৃতদের বুফলিয়াজের তোপা পিয়ার গ্রামের বাসিন্দা নিরাপদ হুসেন (৪৩), মোহাম্মদ শোকেত (২৭) এবং শাবির আহমদ (৩২) নামে চিহ্নিত করেছে পুলিশ । যে স্থান থেকে তাদের মৃতদেহ উদ্ধার হয়েছে ওই জায়গাতেই আগের দিন পাঁচজন সৈন্য শহীদ এবং দুজন আহত হয়েছিলেন । পুঞ্চের জেলা প্রশাসক চৌধুরী মোহাম্মদ ইয়াসিন এবং সিনিয়র পুলিশ সুপার বিনয় কুমার তিনজনের মৃত্যুর খবর পেয়ে বুফলিয়াজে পৌঁছোন ।
আধিকারিকরা জানিয়েছেন, সুরানকোট থানার অন্তর্গত ধেরা কি গালি এবং বুফলিয়াজের মধ্যে বৃহস্পতিবারের ধাতয়ার মোড়ে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনী যে আট জনকে আটক করেছিল তাদের মধ্যে রয়েছে ওই তিনজন।
বৃহস্পতিবার বিকেলে ৩-৪ জন ভারী অস্ত্রধারী সন্ত্রাসীরা একটি মারুতি জিপসি এবং সেনাবাহিনীর একটি ট্রাককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় । গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে চারজন সৈন্য শহীদ হন । পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন আরও একজন এবং দুজন আহত হন । হামলার পর সন্ত্রাসীরা অন্তত দুই সেনার লাশ বিকৃত করে এবং তাদের কয়েকজনের অস্ত্র নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে ।।