এইদিন ওয়েবডেস্ক,ডডডবল্লাপুর(কর্ণাটক),১৭ সেপ্টেম্বর : কর্ণাটকে শ্রমিকের কাজ করতে গিয়ে সন্দেহজনক ভাবে মৃত্যু হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আলিপুরের বাসিন্দা একই পরিবারের চার সদস্যের । মৃতরা হলেন কালে সারেরা(৬০),লক্ষ্মী সারেরা(৫০),ঊষা সারেরা(৪০) এবং পুল সরেরা (১৬) । তারা কর্ণাটকের ডডডবল্লাপুর তালুকের হলিয়ারহল্লির কাছে একটি মুরগির খামারে শ্রমিকের কাজ করতেন । আজ রবিবার সকালে মুরগির খামারের একটি ঘর থেকে ওই চারজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।
সংবাদপত্র কানাডা প্রভার প্রতিবেদনে জানা গেছে, শনিবার রাতে বৃষ্টিপাত হওয়ায় যথেষ্ট ঠান্ডা অনুভূত হচ্ছিল । সেই কারনে ঠান্ডা থেকে বাঁচতে ঘরে কাঠকয়লা জ্বালিয়ে ঘরে ঘুমচ্ছিল ওই ৪ জন । এদিন সকালে তাদের মৃতদেহগুলি উদ্ধার করে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে ধোঁয়ার কারনে দমবন্ধ হয়ে ওই ৪ জনের মৃত্যু হয়েছে । এদিন মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।
হলিয়ারহল্লির ওই মুরগির খামারের মালিক মোহন নামে জনৈক এক ব্যক্তি । মাত্র ১০ দিন আগে কালে সারেরারা তার খামারে শ্রমিকের কাজে যোগ দিয়েছিলেন বলে জানা গেছে ।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে কানাডা প্রভা ।