এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৮ জানুয়ারী : দোকানের মধ্যে বসে এক বন্ধুর সঙ্গে মদ্যপান করছিল দোকানদার । সেই সময় দু’জনের মধ্যে বচসা বাধে । তারই মাঝে দোকানে থাকা ছুরি দিয়ে দোকানদারকে কোপানোর অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে ৷ আজ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার চৈতন্যপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গ্যাস ওভেন মেরামতির একটি দোকানে । আহত দোকানদার আহত ব্যক্তি এনামুল হক (৪২)কে প্রথমে সিঙ্গত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় হামলাকারী সাহেব ঘোষ (২৪)কে আটক করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলকোটের চকগ্রামে বাড়ি আহত এনামুল হকের । চৈতন্যপুর বাসস্ট্যান্ড থেকে মাথরুন যাওয়ার রাস্তার ধারে এনামুল হকের গ্যাসের ওভেন মেরামতির দোকান রয়েছে। ওই দোকানেই চৈতন্যপুর গ্রামের বাসিন্দা সাহেব ঘোষ আড্ডা দিত। দু’জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রায়ই তারা দোকানে বসে একসঙ্গে নেশা করতেন বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে খবর,আজ সকালে এনামুলের দোকানে আসে সাহেব । সকাল প্রায় এগারোটা নাগাদ দোকান থেকে হঠাৎ চিৎকার-চেঁচামেচির আওয়াজ শুনে আশপাশের লোকজন ছুটে যায় । সেখানে তারা রক্তাক্ত অবস্থায় এনামুলকে দেখতে পায় । তখন দোকানেই একটি ছুরি হাতে তারা দেখতে পায় । খবর পেয়ে পুলিশ এসে এনামুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । পাশাপাশি পুলিশ সাহেবকে আটক করে থানায় নিয়ে যায় । তদন্তে পুলিশ জানতে পেরেছে যে দু’জনে মদ্যপান করার সময় টাকাপয়সা নিয়ে বচসা বাধে৷ আর সেই সময় নেশার ঘোরে এই কাজ ঘটিয়ে ফেলেছে সাহেব । আর কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় টহল দিচ্ছে পুলিশ ।।

