প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৯ মার্চ : বর্ধমান দক্ষিণ বিধানসভায় বিজেপির গোঁজ প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন সাসপেন্ড হওয়া বিজেপি নেতা স্মৃতিকান্ত মণ্ডল। সোমবার তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। বর্ধমান দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী তথা প্রক্তন পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ নন্দি-ই যে তাঁর মূল প্রতিপক্ষ তা এদিন ইঙ্গিতেই বুঝিয়ে দিয়েছেন স্মৃতিকান্তবাবু । যদিও স্মৃতিকান্ত বাবুর মনোনয়ন দাখিল করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চান নি সন্দীপ নন্দী ।
মনোনয়ন দাখিল শেষে সংবাদ মাধ্যমের
মুখোমুখি হয়ে স্মৃতিকান্ত মণ্ডল বলেন ,“তিনি মনেপ্রাণে বিজেপির সৈনিক। তাই নিজের বিধানসভা আউশগ্রামে তিনি বিজেপি প্রার্থী কলিতা মাঝির হয়ে প্রচার করছেন। কিন্তু বিজেপির সৈনিক হয়েও তাঁর মূল লড়াইটা বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ নন্দীর বিরুদ্ধে।সেই কারণে তিনি সন্দীপ নন্দির বিরুদ্ধে লড়ার জন্যই এদিন নির্দল প্রার্থী হয়ে মনোনয় জমা দিয়েছেন । হুংকারের শুরে স্মৃতিকান্ত বাবু এদিন দাবি করেন,প্রার্থী হিসাবে বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী অযোগ্য। তাই তার প্রতিবাদ স্বরুপ তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন” । বিজেপি প্রার্থী সন্দীপ নন্দি যদিও স্মৃতিকান্ত বাবুর এইসব বক্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি । তিনি শুধু বলেন, ‘বিষয়টি জেলার সাংগঠনিক নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব দেখছেন’।
বর্ধমানের রাজনৈতিক মহল সূত্রে খবর ,কয়েক মাস আগে জেলা বিজেপি শবিরের আভ্যন্তরীন বিরোধ চরমে ওঠে । তার জেরে বর্ধমানের জেলা বিজেপি পার্টি অফিসে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে । এই ঘটনায় স্মৃতিকান্ত মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করে।তাঁকে কয়েকদিন জেলও খাটতে হয় । এই ঘটনার পর রাজ্য বিজেপি নেতৃত্ব সন্দীপ নন্দিকে জেলা বিজেপি সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে অভিজিৎ তা কে জেলা সভাপতি পদে মনোনিত করে ।পাশাপাশি রাজ্য নেতৃত্ব স্মৃতিকান্থ মণ্ডলকে সাসপেন্ড করেন । এর
পরে আবার দলের নেতৃত্ব সন্দীপ নন্দিকেই বর্ধমান দক্ষিন বিধানসভা আশনে বিজেপির প্রার্থী হিসাবে টিকিট দেয় ।রাজনৈতিক মহলের বক্তব্য এটা মনে নিটে না পেরেই স্মৃতিকান্ত মণ্ডল এদিন বিজেপি প্রার্থী সন্দীপ নন্দির গোঁজ প্রার্থী হয়ে মনোনয়নয় জমা দিয়েছেন ।।