এইদিন স্পোর্টস নিউজ,১১ ডিসেম্বর : টেস্ট ক্রিকেটে উত্তেজনা এখন চরমে। ২০২৩-২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কারা খেলবে তা নিয়ে সমীকরণ জটিলতর হয়ে উঠেছে। একসময় যেখানে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ফাইনালের লড়াই নিশ্চিত বলে ধরে নেওয়া হয়েছিল, এখন সেখানে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ফাইনালের দৌড়ে প্রবলভাবে এগিয়ে এসেছে। দক্ষিণ আফ্রিকা টেবিলের শীর্ষে অবস্থা করছে ৬৩.৩৩ পয়েন্ট নিয়ে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের মাধ্যমে তারা শীর্ষস্থান দখল করেছে। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া (৬০.৭১ পয়েন্ট)। ভারত রয়েছে তৃতীয় স্থানে, কিন্তু তাদের ফাইনালে যেতে হলে বেশ কষ্ট করতে হবে।
দক্ষিণ আফ্রিকা সামনে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে। একটি টেস্ট জিতলেই তাদের ফাইনালে খেলা নিশ্চিত। সিরিজ ২-০ কিংবা ১-০ ব্যবধান হলেও তারা এগিয়ে থাকবে। যদি ১-১ এ সিরিজটি ড্র হয়, তাহলেও তাদের ভয়ের কোনো কারণ নেই। ভারত কিংবা অস্ট্রেলিয়ার মধ্যে একদলই পারবে তাদের ওপর থাকতে। কিন্তু যদি ০-০ হয়। সেক্ষেত্রে সমীকরণ আবার উল্টো হয়ে যাবে। কেননা, ভারত যদি বাকি তিন ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে এবং অজিরা যদি শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে, তাহলে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া-ভারতই।
তবে বড় চাপে রয়েছে ভারত। কারন ভারত ইতিমধ্যেই বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ সমতায় রয়েছে। ফাইনালে যেতে হলে পরের তিন টেস্টের মধ্যে তিনটিই জিততে হবে তাদের। একটিও হেরে গেলে তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা কিংবা শ্রীলঙ্কার দিকে। কিন্তু ভারত যদি ১-৪ ব্যবধানে হেরে যায় তবে ভারতের আর কোনো সম্ভাবনাই থাকবে না।
অন্যদিকে অস্ট্রেলিয়ার সম্ভাবনার বিষয়ে বলতে গেলে তাদের জন্য সমীকরণ তুলনামূলক সহজ। পরবর্তী তিন ম্যাচের মধ্যে দুটো জিতলেই ফাইনালের একটি স্থান নিশ্চিত হবে। কিন্তু যদি একটি জিতে বাকি দুটি হারে, তখন শ্রীলঙ্কা সফরে দুটি ম্যাচেই জয় পেতে হবে তাদের। অর্থাৎ কঠিন সমীকরণ এড়াতে ভারতকে বাকি তিন ম্যাচের দুটিতে হারালেই সফল হবে গত আসরের রাজদণ্ডজয়ীরা। আর পাকিস্তানের ৪টি টেস্ট বাকি থাকাতে তাদের গাণিতিক জায়গা থেকে বাদ দেয়া যাচ্ছে না। ৪টিতে জিতলে তাদের পয়েন্টও হবে ৫২.৩৮। আদৌতে সে পর্যন্ত হয়তো সমীকরণ টিকবেও না।।