এইদিন ওয়েবডেস্ক,সুরাট,২০ এপ্রিল : “মোদী উপাধি” মন্তব্যের জন্য সুরাটের একটি নিম্ন আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছিল । নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে স্থগিতাদেশ চেয়ে গত ৩ এপ্রিল গুজরাটের সুরাত শহরের দায়রা আদালতে আপিল করেছিলেন রাহুল গান্ধী । কিন্তু বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা আদালতের বিচারক আর পি মোগেরা কংগ্রেস নেতার সেই আবেদন প্রত্যাখ্যান করেছেন । এখন নিম্ন আদালতের কারাদণ্ডাদেশের উপর দায়রা আদালত স্থগিতাদেশ দিলে গান্ধীকে সংসদ সদস্য হিসেবে পুনঃপ্রতিষ্ঠার পথ প্রশস্ত হত ৷
২০১৯ সালের ১৩ এপ্রিল কর্ণাটকের কোলারে একটি নির্বাচনী সমাবেশে রাহুল গান্ধী বলেছিলেন,’কীভাবে সব চোরের সাধারণ উপাধি মোদী হয় ?’ তার এই বক্তব্যের পর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিধায়ক পূর্ণেশ মোদীর দায়ের করা মামলায় নিম্ন আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়ার একদিন পরে তাকে হয়েছিল । ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ (মানহানি) ধারার অধীনে সংসদে অযোগ্য ঘোষণা করা হয়েছিল । পরে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দায়রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধী । তার আইনজীবীরা দুটি আবেদন করেছিলেন, একটি সাজা স্থগিত করার জন্য (বা তার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন) এবং অন্যটি তার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দোষী সাব্যস্ত হওয়ার জন্য স্থগিতাদেশের জন্য । কিন্তু এদিন দুটি আবেদনই প্রত্যাখ্যান করে দিয়েছে আদালত ।।

