এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৮ মার্চ : বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ (Supriya Shrinate)। অভিনেত্রীকে তিনি ‘যৌনকর্মী’ বলে সম্বোধন করেছিলেন সোশ্যাল মিডিয়ায় । বিজেপি বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করলে বুধবার সুপ্রিয়াকে শোকজের নোটিশ পাঠায় কমিশন । তাতেও ক্ষোভ বিক্ষোভ অব্যাহত থাকে । এদিকে দলীয় নেত্রীর এই প্রকার কদর্য ভাষা প্রয়োগে লোকসভা নির্বাচনের আগে কিছুটা ব্যাকফুটে চলে যায় কংগ্রেস । শেষ পর্যন্ত চাপে পড়ে সুপ্রিয়া শ্রীনাথের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হলেন সোনিয়া-রাহুল । আজ বৃহস্পতিবার কংগ্রেস সুপ্রিয়কে লোকসভা ভোটের প্রার্থী তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে । উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে তাকে টিকিট দেওয়ার বিষয়ে কংগ্রেস চিন্তাভাবনা করছিল বলে জানা গেছে ।
আসলে চলতি সপ্তাহে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কঙ্গনা রানাউতের স্বল্প পোশাকের একটি ছবি পোস্ট করে সুপ্রিয়া শ্রীনাথ লিখেছিলেন,’মান্ডিতে এখন কী দর চলছে, কেউ একটু বলবেন ?’ অর্থাৎ অভিনেত্রীকে তিনি ‘যৌনকর্মী’ বলে আক্রমণ করেছিলেন । যা ঘিরে দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় । অত্যন্ত মার্জিত ভাষায় কঙ্গনার প্রতিক্রিয়া ছিল,’প্রতিটা নারীর মর্যাদা প্রাপ্য। গালিগালাজের জন্য যৌনকর্মী শব্দ প্রয়োগ উচিত নয়।’
এদিকে দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে দেখে সুপ্রিয়া শ্রীনাথ নিজের ওই পোস্টটি ডিলিট করে দিয়ে সাফাই দেন যে তিনি ওই পোস্ট করেননি, তার অ্যাকাউন্টের অ্যাকসেস যার কাছে আছে সেই পোস্ট করেছে । যদিও তার এই অদ্ভুত যুক্তি ধোপে টেকেনি । শেষ পর্যন্ত চাপে পড়ে কংগ্রেস তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয় ।।