এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৪ আগস্ট : মোদি উপাধি মামলায় সুপ্রিম কোর্ট রাহুল গাঁধীর দুই বছরের সাজা স্থগিত করেছে । এই মামলায় সুরাটের ট্রায়াল কোর্ট রাহুল গাঁধীকে দুই বছরের সাজা দিয়েছিল । এরপর সাজা স্থগিত চেয়ে গুজরাট হাইকোর্টে আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেয় । অবশেষে তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল গাঁধী । আজ শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই, বিচারপতি পিএস নরসিমা এবং বিচারপতি সঞ্জয় কুমারের সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলাটি গ্রহণ করেন । রাহুলের আইনজীবী অভিষেক মনু সিংভির যুক্তি শোনেন বিচারপতিদের বেঞ্চ । সম্পূর্ণ যুক্তিতর্ক শোনার পরে, সুপ্রিম কোর্টের বেঞ্চ রাহুল গান্ধীর উপর সুরাটের ট্রায়াল কোর্টের দ্বারা আরোপিত দুই বছরের সাজা স্থগিত করে দেয় । এদিন সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়, ট্রায়াল কোর্ট সর্বোচ্চ দুই বছরের সাজা দেওয়ার কারণ জানায়নি। মানহানির মামলা গুরুতর মামলা নয়, জামিনযোগ্য মামলা। সুপ্রিম কোর্ট বলেছে, এই অতিরিক্ত শাস্তির পরিণতি হবে মারাত্মক। তিনি নির্বাচিত জনগণের পাশাপাশি তার রাজনৈতিক জীবনও প্রভাবিত হবে। তাই এই সমস্ত কারণ বিবেচনা করে সুরাটের ট্রায়াল কোর্টের সাজা স্থগিত করা হল । পাশাপাশি রাহুল গাঁধীকে কথা বলার সময় সতর্ক থাকতে বলেছে সুপ্রিম কোর্ট।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় কর্ণাটকের কোলারে আয়োজিত একটি সমাবেশে, রাহুল গাঁধী বিতর্কিত মন্তব্য করেছিলেন । তিনি বলেছিলেন যে,’সব চোরের একটি সাধারণ উপাধি মোদী কিভাবে আসে ?’ গুজরাটের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী এ নিয়ে মানহানির মামলা করেন । সেই মামলায় রাহুল গাঁধীকে দুই বছরের কারাদণ্ড দেয় সুরাতের আদালত। গণপ্রতিনিধিত্ব আইনেও তাকে অযোগ্য ঘোষণা করা হয়। আদালতের এই রায়ের ভিত্তিতে লোকসভার সদস্যপদ হারান রাহুল গান্ধী । এবার সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে রাহুল গাঁন্ধীর অযোগ্যতা দূর হবে ।।