এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,৩০ অক্টোবর : দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারীর মূল আসামি প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট । আজ সোমবার বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ বলেছেন,’আমরা মনীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করেছি ।’ এর পাশাপাশি দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলার শুনানি ছয় থেকে আট মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে,এরপর শুনানি ধীরে ধীরে এগোলে সিসোদিয়া আবার জামিনের আবেদন করতে পারেন।
দিল্লির আবগারি নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে অনিয়মের অভিযোগে সিবিআই ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি সিসোদিয়াকে গ্রেপ্তার করে ৷ সিসোদিয়া অপরাধমূলক ষড়যন্ত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং উল্লিখিত নীতি বাস্তবায়নের পাশাপাশি প্রণয়নে গভীরভাবে জড়িত ছিলেন বলে জানতে পারে সিবিআই । একই সময়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আবগারি নীতি কেলেঙ্কারি সংক্রান্ত একটি মানি লন্ডারিং মামলায় জিজ্ঞাসাবাদ করার পরে ৯ মার্চ দিল্লির তিহার জেল থেকে সিসোদিয়াকে গ্রেপ্তার করেছিল। দিল্লির আবগারি নীতি প্রণয়নে ৩৩৮ কোটি টাকার কেলেঙ্কারি করা হয়েছিল বলে অভিযোগ ।
সিসোদিয়া বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন । তিনি দিল্লি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছিলেন । কিন্তু হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করে দেয় । এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী । কিন্তু এদিন সুপ্রিম কোর্টও মদ নীতির অনিয়ম মামলায় মনীশ সিসোদিয়ার জামিনের আবেদনের উপর দিল্লি হাইকোর্টের রায় সংরক্ষিত রেখেছে ।।
তথ্যসূত্র : সৌজন্যে এএনআই ।