এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২১ এপ্রিল : ২১ বছর আগে গুজরাটের গোধরায় সবরমতি এক্সপ্রেসের বগিতে আগুন দিয়ে ৫৯ জন কারসেবক জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় ৮ আসামির জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। ওই সমস্ত দুষ্কৃতীরা ইতিমধ্যেই ১৭ থেকে ২০ বছর পর্যন্ত সাজা ভোগ করেছে।। তবে অন্য চার আসামির ভূমিকা বিবেচনা করে জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে । প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে ।
প্রসঙ্গত,২০০২ সালের ২৭ ফেব্রুয়ারী গুজরাটের গোধরা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা সবরমতি এক্সপ্রেসের এস-৬ বগির দরজা বাইরে থেকে বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় একদল জিহাদি । ওই কামরায় থাকা ৫৯ জন কারসেবক জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় । এই ঘটনার পর গুজরাটে ব্যাপক দাঙ্গা শুরু হয় । পরে ২০১১ সালে একটি স্থানীয় আদালত ৩১ জনকে দোষী সাব্যস্ত করে এবং ৬৩ জনকে খালাস করে দেয় । বিচারিক আদালত ১১ আসামিকে মৃত্যুদণ্ড ও ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় । পরে গুজরাট হাইকোর্ট ৩১ জন অভিযুক্তের ট্রায়াল কোর্টের দোষী সাব্যস্ত করে,কিন্তু ১১ জনের মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয় ৷ গুজরাট হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল গুজরাট সরকার ।।