এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,০৫ জুলাই : মধ্যপ্রদেশের সিধি জেলায় বিজেপি বিধায়কের এক সমর্থকের বর্বরোচিত আচরণ গোটা দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে । প্রবেশ শুক্লা নামে ওই অভিযুক্ত ব্যক্তি এক আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করেছে । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা । এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইপিরির ২৯৪,৫০৪ এবং এসসি/এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনের ধারায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ । পাশাপাশি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টও (এনএসএ)-এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর । মুখ্যমন্ত্রী তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছেন,’সিধি জেলার একটি ভাইরাল ভিডিও আমার নজরে এসেছে… আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি অপরাধীকে গ্রেপ্তার করতে এবং কঠোর ব্যবস্থা নিতে এবং এনএসএ আরোপ করতে।’
ভিডিওতে দেখা গেছে একজন আদিবাসী সম্প্রদায়ের শ্রমিক রাস্তার ধারে বসে আছেন, আর প্রবেশ শুক্লা নামে ওই নরাধম ধূমপান করতে করতে লোকটির মুখে প্রস্রাব করছে । পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে যে অভিযুক্ত প্রবেশ শুক্লা এবং নির্যাতিত আদিবাসী যুবক দশমত রাওয়াত দুজনেই বাহরি থানার অন্তর্গত কুবরি গ্রামের বাসিন্দা । তবে ঠিক কি কারনে প্রবেশ শুক্লা এই ঘৃণ্য কাজ করেছে তা স্পষ্ট নয় । স্থানীয়দের অভিযোগ, এই ঘটনার পিছনে হিন্দি ভাষী রাজ্যে নিম্ন বর্গের প্রতি উচ্চ বর্গের ঘৃণা প্রতিফলিত হয়েছে ।
এদিকে অভিযুক্তকে বাঁচাতে তৎপরতা শুরু করে দিয়েছে তার পরিবারের লোকজন । প্রবেশ শুক্লার কাকা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে দাবি করেছেন যে তার ভাইপো গত ২৯ জুন থেকে নিখোঁজ রয়েছে । এমনকি তিনি ভিডিওটি “ভূয়ো” বলেও দাবি করেছে । কিন্তু প্রবেশ শুক্লা ২৯ জুন থেকে নিখোঁজ থাকলে ভিডিও ভাইরাল হওয়ার পরে কেন তিনি নিখোঁজ ডাইরি করতে উদ্যোগী হলেন, এনিয়ে প্রশ্ন উঠছে । কিন্তু অভিযুক্তের পরিবার যাই দাবি করুক না কেন,দেশের বিভিন্ন মহল থেকে প্রবেশ শুক্লার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে ।।