এইদিন ওয়েবডেস্ক,গুরুদাসপুর,০৬ অক্টোবর : “সানি দেওল নিখোঁজ” -পোস্টার পড়ল পাঞ্জাবের গুরুদাসপুরে । শুধু তাইই নয়,বলিউড অভিনেতা তথা বিজেপি সাংসদের ছবি ছাপা ব্যানার হাতে নিয়ে দোকানে দোকানে ঘুরে ঘুরে তাঁর খোঁজ করতেও দেখা গেল কয়েকজনকে । প্রসঙ্গত,২০১৯ সালের লোকসভা নির্বাচনে গুরুদাসপুর আসনে বিজেপির টিকিটে নির্বাচনে জয়ী হয়েছিলেন সানি দেওল । কিন্তু নির্বাচনে জেতার পর তিনি আর গুরুদাসপুর মুখী হননি বলে অভিযোগ । জনৈক এক প্রতিবাদী ব্যক্তির কথায়,’সানি দেওল নিজেকে পাঞ্জাবের ছেলে বলে দাবি করেন কিন্তু তিনি নিজের নির্বাচন ক্ষেত্রের কোনো উন্নয়নমূলক কাজই করেননি । সাংসদ কোটার এক টাকাও উন্নয়নের কাজে খরচ করেননি । যদি তাঁর কাজ করার ইচ্ছাই না থাকে তাহলে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ওই ব্যক্তি ।
যদিও ভোটে জেতার পর শুধু নয়,নির্বাচনী প্রচারেও বিশেষ অংশ নিতে দেখা যায়নি সানি দেওলকে । এনিয়ে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল । তবে পরে তিনি জানিয়েছিলেন, অসুস্থতার কারনে চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন । কিন্তু ভোটে জেতার পরেও নিজের নির্বাচন ক্ষেত্রের মানুষের পাশে বিশেষ দেখা যায়নি । করোনা মহামারির সময়েও কেবল দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি মুম্বাই ফিরে যান,সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেননি বলে অভিযোগ । এদিকে এই সুযোগে বিজেপি বিরোধী দলগুলি জনগণকে পরামর্শ দিয়েছে তাঁরা যেন ভবিষ্যতে কোনো ‘প্যারাসুট প্রার্থীকে’ ভোট না দেন ।।