এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২২ নভেম্বর :
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বৃহস্পতিবার (২১ নভেম্বর, ২০২৪) সন্ত্রাসী হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। খাইবারের কুররাম এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সাধারণ মানুষ বহনকারী বেশ কয়েকটি গাড়িতে এই হামলা চালানো হয় ৷ যাত্রী বহনকারী অনেক ভ্যান ছিল বলে জানা গেছে । সেই সময় সন্ত্রাসীরা আশপাশের পাহাড় থেকে গুলি ছোড়ে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহতদের চিকিৎসার জন্য পেশোয়ারসহ অন্যান্য স্থানে পাঠানো হয়েছে।
রিয়াজ আলী তুরী নামে এক পাকিস্তানি এক্স-এ একটা ভিডিও পোস্ট করে লিখেছেন,’অত্যন্ত গ্রাফিক ও হৃদয়বিদারক। পারাচিনারে রক্তক্ষরণ হচ্ছে কয়েক বছর ধরে, পাকিস্তানের পারাচিনারে শিয়া সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে-হাজার হাজার নিহত হয়েছে। আজ, একটি কনভয় ভ্রমণ করার সময় লোয়ার কুর্রামে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের দ্বারা অতর্কিত হামলা চালানো হয় । এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই গুলিবর্ষণে নারী ও শিশুসহ ডজনখানেক মানুষ নিহত এবং আরও অনেকে আহত হয়। একমাস ধরে আমাদের বিচ্ছিন্ন করে সব রাস্তা কেটে রাখা হয়েছে। এটা শুধু আক্রমণ নয়; এটা আমাদের বেঁচে থাকার উপর আক্রমণ । পাকিস্তান সরকার ব্যর্থ হয়েছে এবং বিশ্বের চুপ থাকা উচিত নয়।’
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা শিয়া সম্প্রদায়ের এবং হামলাকারী সন্ত্রাসীরা সুন্নি মুসলিম। তবে, এই দাবিগুলি এখনও নিশ্চিত করা যায়নি। তবে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে এটি দ্বিতীয় বড় হামলা। এর আগে বুধবার (২০ নভেম্বর) আত্মঘাতী হামলায় ১২ সেনা নিহত হয়। সর্বশেষ হামলার দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী সংগঠন। তেহরিক-ই-তালেবান পাকিস্তানের ওপর হামলার সন্দেহ করা হচ্ছে।।