এইদিন ওয়েবডেস্ক,ওমান,১৬ জুলাই : ওমানের রাজধানী মাসকাটে একটি শিয়া মসজিদের প্রাঙ্গণে সুন্নি সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় চারজনের মৃত্যু এবং অন্তত ৩০ জন আহত হয়েছে। হতাহতরা প্রত্যেকেই পাকিস্তানি নাগরিক। আজ মঙ্গলবার ভোরে ফজরের নামাজের পর এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসী হামলার মুহুর্তের ভিডিও ভাইরাল হয়েছে ৷ ভিডিওতে দেখা গেছে, ফজরের নামাজের সময় শিয়া মসজিদটিতে অনেক মানুষ জড়ো হয়ে আছে । সেই সময় হঠাৎ এলোপাথাড়ি গুলি চালানোর শব্দ শোনা যায় এবং আতঙ্কিত লোকজন ছুটোছুটি করছেন । অনেকে মসজিদের ভেতরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। গুলির শব্দের মধ্যেই পুলিশের সাইরেন শোনা যায়। তবে এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি ।
ওমানের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াদি আল কবির এলাকায় ইমাম আলী মসজিদ প্রাঙ্গণে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ওমান রয়্যাল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে চার পাকিস্তানি নিহত হয়েছে । গুলিতে আহত আরও অন্তত ৩০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওমানি পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছে।ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওমানে ইসলামাবাদের রাষ্ট্রদূত ইমরান আলী। আহতদের দেখতে অন্তত চারটি হাসপাতালে যান তিনি। ইমরান আলী বলেন,’আমি কয়েকটি হাসপাতালে আহতদের দেখতে গিয়েছি। আহতরা সবাই আশঙ্কামুক্ত। ওমানি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা পাকিস্তানি বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে।’
এদিকে শিয়া মসজিদে সন্ত্রাসী হামলার পর মাসকাটে নিজেদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। দূতাবাস কর্তৃপক্ষ নিরাপত্তা সতর্কতা জারির পাশাপাশি এদিন সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে ওমানে চলাচল করতে হবে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ওমানের জনসংখ্যা ৪০ লাখের সামান্য বেশি, যাদের মধ্যে ৪০ শতাংশেরও বেশি প্রবাসী শ্রমিক। বেশির ভাগই পাকিস্তানের প্রবাসী শ্রমিক।।