এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৮ জানুয়ারী : অজ্ঞাত হামলাকারীদের গুলিতে নিহত হয়েছেন পাকিস্তানের সুন্নি ওলামা কাউন্সিল (এসইউসি) নেতা মাওলানা মাসুদ উর রহমান উসমানি (Maulana Masood Ur Rehman Usmani) । ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ইসলামাবাদে ।
পুলিশ জানায়, সুন্নি ওলামা কাউন্সিলের ডেপুটি জেনারেল সেক্রেটারি মাসুদ উসমানির গাড়িতে অজ্ঞাত অস্ত্রধারীরা এলোপাথাড়ি গুলি চালায় । তার শরীরে একাধিক গুলি লাগে । তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য তদন্ত শুরু হয়েছে। তারা আরও বলেছে যে সিসিটিভি ক্যামেরার সাহায্যে সন্দেহভাজনদের খুঁজে বের করা হচ্ছে, গুলি লেগে ওই সুন্নি নেতার এক সহযোগী আহত হয়েছে। এদিকে সুন্নি ওলামা কাউন্সিকের নেতাকে হত্যার পর পাকিস্তানের শিয়া ও সুন্নিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে । সুন্নিদের অভিযোগ যে ইরান সমর্থিত শিয়া জঙ্গি গোষ্ঠীর দ্বারা রহমান উসমানিকে হত্যা করা হয়েছে । যদিও এখনও পর্যন্ত, কোনো গোষ্ঠী মাওলানা মাসউদ উর রহমানের মৃত্যুর দায় স্বীকার করেনি ৷
এদিকে সুন্নি নেতা মাওলানা মাসুদ উর রহমান উসমানির মৃত্যুর প্রতিশোধ নিতে, ইরানের কেরমান শহরে শিয়াদের বিরুদ্ধে দুটি আত্মঘাতী হামলা চালায় সুন্নি সন্ত্রাসী গোষ্ঠী, এতে ৮০ জন নিহত হয়।শিয়াদের প্রতি ঘৃণা পাকিস্তানে নতুন কোনো ঘটনা নয়। পাকিস্তানে নিয়মিতভাবে, শিয়া মসজিদগুলিকে লক্ষ্যবস্তু করা হয়, বেশ কিছু শিয়াকে অপহরণ করা হয় এবং নির্বচারে হত্যা করা হয় । ইসলামাবাদের বিক্ষোভের সময়, এসইউসি নেতারা ইরান-সমর্থিত, লেবানন-ভিত্তিক হিজবুল্লাহর বিরুদ্ধে খোলাখুলি বিষোদগার করেছে ।।