• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“কাদিয়ানি”দের অমুসলিম ঘোষণার দাবিতে লাগাতার সভা শুরু করল সুন্নি চরমপন্থী দল “খতমে নবুওয়ত বাংলাদেশ”

Eidin by Eidin
November 15, 2025
in আন্তর্জাতিক
“কাদিয়ানি”দের অমুসলিম ঘোষণার দাবিতে লাগাতার সভা শুরু করল সুন্নি চরমপন্থী দল “খতমে নবুওয়ত বাংলাদেশ”
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৫ নভেম্বর : মুসলিমদেরই  একটি ভিন্ন শাখা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে লাগাতার সভা শুরু করল মজলিসে তাহাফ্‌ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ । আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশের রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করে ওই সুন্নি চরমপন্থী দলটি । আজ থেকে ৬ দিন ব্যাপী এই সম্মেলন চলবে বলে জানান মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী ।  পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে হুমকিও দেন তিনি। তিনি বলেন, ‘কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা না হলে জাতীয় ওলামা- মাশায়েখ সম্মেলন থেকে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করা হবে।’

জানা গেছে,ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত আলেম-ওলামা ও তৌহিদী জনতার গণস্বাক্ষর গ্রহণ; মে ও জুন মাসে দেশের প্রতিটি জেলার জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান; এবং জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে বিভাগীয় খতমে নবুওয়ত সম্মেলন আয়োজন। বাংলাদেশে আগে বিক্ষিপ্তভাবে হলেও এবারই প্রথম আন্তর্জাতিক সম্মেলন করল খতমে নবুওয়ত। বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেমরা এই সম্মেলনে যোগ দেন। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ এই সম্মেলন আয়োজন করে। এর তত্ত্বাবধানে ছিল খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি।

কারা কাদিয়ানি মুসলিম ? 

কাদিয়ানী হলো আহমদীয়া আন্দোলন-এর অনুসারীদের একটি নাম৷ প্রতিষ্ঠাতা হলেন মির্জা গোলাম আহমদ । পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুরের কাদিয়ানে তার জন্ম । ১৯০১ সালে মির্জা গোলাম আহমাদ নিজেকে নবী ঘোষণা করেন। তারপর থেকে আহমদীয়া আন্দোলন-এর সূচনা হয় । এই সম্প্রদায় নিজেদেরকে ‘আহমদী’ বা ‘আহমদীয়া’ বললেও, মুসলিম বিশ্বে তারা সাধারণত তাদের প্রতিষ্ঠাতার জন্মস্থানের নামানুসারে ‘কাদিয়ানী’ হিসেবে পরিচিত। 

‘কাদিয়ানী’দের উপর সুন্নিদের এত রাগ কেন?  

আসলে কাদিয়ানীরা হজরত মুহাম্মদকে “নবি” হিসাবে মানে না৷ তারা প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমাদকে “নবি” হিসাবে মানে । তারা বিশ্বাস করে, গোলাম আহমাদ কাদিয়ানী নবী ও রাসূলগণের চেয়েও শ্রেষ্ঠ। (নাঊযুবিল্লাহি মিন যালিকা)! এমনকি তারা তারা কাদিয়ান শহরকে মক্কা-মদীনার চেয়েও বেশি মর্যাদাপূর্ণ মনে করে৷ কাদিয়ানীরা তাদের বার্ষিক সম্মেলনকে হজ্জ বলে মনে করে। আর এতেই চরম ক্ষুব্ধ সুন্নি মুসলমানরা । সেই কারনে মূলত পাকিস্তান ও বাংলাদেশের সুন্নি মুসলমানরা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছে ।

মজলিসে তাহাফ্‌ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ জানায়, এসব কর্মসূচির পরও দাবি পূরণ না হলে আগামী ডিসেম্বর মাসে দেশের প্রতিনিধিত্বশীল আলেম-ওলামাদের নিয়ে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।

বিএনপির, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দলের নেতারা খতমে নবুওয়তের এই সম্মেলনে বক্তব্য দেন। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদের (পীর সাহেব, মধুপুর) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এই সম্মেলনে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমানও বক্তব্য দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, দারুল উলুম হাটহাজারীর অধ্যক্ষ মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেকসহ দেশের শীর্ষ আলেম ও রাজনীতিবীদরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্টের (সৌদি আরব) নায়েবে আমির শায়খ আবদুর রউফ মাক্কি, মিসরের আল-আজহার ইউনিভার্সিটির অধ্যাপক শায়খ মুসআব নাবিল ইবরাহিম, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, পাকিস্তানের ইসলামি চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান, পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরি টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম আহমাদ ইউসুফ বিন্নুরিও এই সম্মেলনে অংশ নেন। সারাদেশ থেকে খতমে নবুওয়তের নেতা–কর্মীরা এই সম্মেলনে যোগ দেয় । সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়।। 

Author : Eidin.

Previous Post

প্রথমবারের মতো স্বামীর সাথে মসজিদে গেলেন অভিনেত্রী সোনাক্ষী, “ধর্ম পরিবর্তন” নিয়ে এই কথা জানালেন স্বামী জহির 

Next Post

হোয়াইট কলার সন্ত্রাসের আঁতুরঘর  আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এফআইআর

Next Post
হোয়াইট কলার সন্ত্রাসের আঁতুরঘর  আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এফআইআর

হোয়াইট কলার সন্ত্রাসের আঁতুরঘর  আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এফআইআর

No Result
View All Result

Recent Posts

  • পাকিস্তানে গুরু নানকের জন্মস্থানে তীর্থ করতে যাওয়া শিখ তরুনীকে অপহরণের পর ধর্মান্তরিত ও নিকাহ করতে বাধ্য করার ঘটনা ঘটেছে  
  • হোয়াইট কলার সন্ত্রাসের আঁতুরঘর  আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এফআইআর
  • “কাদিয়ানি”দের অমুসলিম ঘোষণার দাবিতে লাগাতার সভা শুরু করল সুন্নি চরমপন্থী দল “খতমে নবুওয়ত বাংলাদেশ”
  • প্রথমবারের মতো স্বামীর সাথে মসজিদে গেলেন অভিনেত্রী সোনাক্ষী, “ধর্ম পরিবর্তন” নিয়ে এই কথা জানালেন স্বামী জহির 
  • লাল কেল্লা বিস্ফোরণ মামলায় পঞ্চম সন্ত্রাসী ডাক্তার রইস আহমেদ গ্রেপ্তার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.