এইদিন ওয়েবডেস্ক,মস্কো,২৯ সেপ্টেম্বর : ইউক্রেনের সঙ্গে যুদ্ধে কিছুটা ব্যাকফুটে রাশিয়া । ইতিমধ্যেই বিপুল পরিমান সেনা নিয়োগের কথা ঘোষণা করেছে ভ্লাদিমির পুতিন । এদিকে সেনায় যোগদানে সেভাবে উৎসাহ নেই দেশবাসীর । উলটে রাষ্ট্রের এই সিদ্ধান্তে অখুশি দেশের সিংহভাগ মানুষ । তাই অঘোষিত হুইপ জারি করেছে ক্রেমলিন । এবার সেনায় যোগ দেওয়ার জন্য তলব করা হয়েছে রাশিয়ান ফুটবল তারকা দিনিয়ার বিলিয়ালেতদিনভকে (Dinyar Bilyaletdinovke) ।
আর তলবের কথা স্বীকার করেছেন দিনিয়ার বাবা রিনাত বিলিয়ালেতদিনভ । এই প্রসঙ্গে তিনি রুশ সংবাদ মাধ্যমের কাছে বলেছেন,’সামরিক বাহিনীতে যোগ দেয়ার জন্য আমার ছেলেকে তলব করা হয়েছে। যদিও তার সামরিক প্রশিক্ষণ আছে । ১৯ বছর আগে সে প্রশিক্ষণ নিয়েছিল । তবে সেনাবাহিনীতে কাজ কাজ করার পূর্ব অভিজ্ঞতা নেই আমার ছেলের ।’ পাশাপাশি তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন,’আইন মোতাবেক রিজার্ভ সেনা হিসেবে যোগ দেয়ার সর্বোচ্চ বয়স ৩৫ বছর । কিন্তু দিনিয়ারের বয়স এখন ৩৭ চলছে । ওদের কথা আর কাজে মিল নেই ।’ তবে কেন তাঁর ছেলেকে তলব করা হল এই বিষয়ে এখনো অন্ধকারে আছেন বলে জানিয়েছেন দিনিয়ারের বাবা ।
দিনিয়ার বিলিয়ালেতদিনভকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইংলিশ ক্লাব এভারটনের হয়ে খেলেছিলেন । খেলেছেন রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কো, রুবিন কাজান ও লিথুনিয়ার ক্লাব ত্রাকাইয়েও । ২০১৮ সালে নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন দিনিয়ার । বর্তমানে তিনি রাশিয়ার দ্বিতীয় পর্যায়ের লিগ এফসি রোদিনা-২-এর কোচের দায়িত্ব পালন করছেন ।।