এইদিন ওয়েবডেস্ক,মৌলভীবাজার,২৯ জুন : সোশ্যাল মিডিয়ায় এক যুবকের সঙ্গে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশের মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনী মহল গ্রামের সেলিম আহমদের মেয়ে সুমাইয়া আক্তারের (১৮)। কিন্তু বিয়ের এক বছরের মাথায় স্বামীর হাতেই খুন হতে হল তাকে । গত মঙ্গলবার (২৭ জুন ২০২৩) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বেওয়ারিশ লাশের মধ্যে সুমাইয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন ।
পারিবার সূত্রে জানা গেছে,সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের এমানি মিয়ার ছেলে ইমরান মিয়ার (২৫) সঙ্গে পরিচয় হয় সুমাইয়ার । ক্রমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । শেষে প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে মেয়েটি । ২০২২ সালের আগস্ট মাসে সে ইমরান মিয়াকে বিয়েও করে । এদিকে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করায় সুমাইয়ার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে পরিবার ।
সুমাইয়ার মামা কামরান আলী বলেন, সুমাইয়া পালিয়ে বিয়ে করায় আমরা তার সঙ্গে আর যোগাযোগ রাখিনি । রবিবার বিকেলে সুমাইয়ার স্বামী ইমরান মিয়ার চাচা আমাদের ফোন করে বলে যে তোমাদের মেয়েকে দেখতে হলে ওসমানী মেডিকেলে চলে এস । সুমাইয়া কীভাবে অসুস্থ জানতে চাইলে তিনি আমাদের হুমকি-ধামকি দেন । তখন আমরা বনগাঁও গ্রামের আশপাশের লোকদের কাছে খবর নিয়ে জানতে পারি সুমাইয়ার স্বামী তাকে ব্যাপক মারধর করে মেরে ফেলেছে ।
তিনি বলেন,এরপর ওইদিনই আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাই । কিন্তু আমাদের মেয়ের কোনো সন্ধান পাইনি । শেষে এক আত্মীয়র মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারি যে সুমাইয়ার মৃতদেহ হাসপাতালের হিমাগারে বেওয়ারিশ লাশ হিসেবে রাখা আছে । হাসপাতাল কর্তৃপক্ষ সুমাইয়ার মা লুৎফা বেগমকে দেহ দেখার অনুমতি দেয় । পরে তিনি সুমাইয়ার মৃতদেহ শনাক্ত করেন । দেহ গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সিলেট কোতোয়ালী থানায় যোগাযোগের পরামর্শ দেয়। তারা কমলগঞ্জ থানায় যোগাযোগ করে দুইদিন পর আমরা আমাদের মেয়ের দেহ গ্রহণ করেছি।
জানা গেছে,মঙ্গলবার বিকেলে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে । পরে দেহ কমলগঞ্জ থানায় আনা হয় । বুধবার দেহ কবরস্থ করা হয়েছে । মৃতার পরিবার পিটিয়ে মারার অভিযোগ তুললেও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি সঞ্জয় কুমার চক্রবর্তী বলেন, সিলেট কোতোয়ালী থানায় মাধ্যমে ওই মেয়েটির মৃত্যুর বিষয়টি আমরা জানতে পারি। তবে এই ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি । অভিযোগ পেলে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হবে ।।