এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ জুলাই : আগামী কাল কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে হতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের ‘শহীদ স্মরণ সভা’ । সভা ভরাতে বেশ কিছুদিন ধরে মাঠে নেমে পড়েছে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা । প্রতিটি ব্লকে চলছে মাইকিং ৷ শাসকদলের এই তোড়জোড়ের মাঝে এক তৃণমূল নেতার বক্তব্য মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ শেয়ার করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার । ওই তৃণমূল নেতাকে বলতে শোনা গেছে যে “বিনা পয়সায়” কেউ দলীয় সভায় যান না । যা নিয়ে কটাক্ষ করেছেন সুকান্ত । তিনি বলেছেন, ‘তৃণমূলের উপর থেকে নিচে অব্দি লেনদেন নির্ভর । আদর্শের কোনো গ্যারান্টি নেই’ ।
সুকান্ত মজুমদারের শেয়ার করা ভিডিওতে শাসকদলের ওই নেতাকে বলতে শোনা গেছে,’আমরা যেটা জানি যে এই ঘরে যতজন আছে তারা কেউ এখন আর বিনা পয়সায় জান না৷ বিনা পয়সায় যাওয়ার লোক নেই । এরা মোটামুটি কেউ এসি, কেউ বাসে, কেউ যাওয়ার ব্যবস্থা হয়তো করে নিয়েছেন বা করবেন….।’ প্রতিক্রিয়ায় সুকান্ত লিখেছেন,’২১ জুলাই-এর প্রস্তুতি বৈঠকে খোদ তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি সুভাষ ভাওয়ালই স্পষ্টভাবে বলে দিচ্ছেন, তাঁদের নেতা-কর্মীদের মধ্যে কেউই নাকি বিনা পয়সায় যাওয়ার লোক নেই! তারা (তৃণমূল কর্মীরা) নাকি কেবলমাত্র ‘টাকা’ বোঝে…
ফলে সহজেই বোধগম্য যে, জেলাতে শাসকদলের একান্ত সাংগঠনিক বৈঠকে যদি দলের জেলা সভাপতির মুখ ফসকে এমন কঠিন সত্য কথা বেরিয়ে যায়, তাহলে আগাগোড়া সংগঠন কিসের উপর দাঁড়িয়ে আছে!’
তিনি আরও লিখেছেন,’উপর থেকে নিচের স্তর পর্যন্ত সম্পূর্ণ ‘লেনদেন’ নির্ভর যে দলের নেতৃত্ব নিজের কর্মীদের আদর্শেরই গ্যারান্টি দিতে পারে না, তাদের উপর বাংলার খেটে খাওয়া জনগণ কতটা বিশ্বাস করতে পারবে!’

