এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ জুন : এক চিকিৎসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে আটক হতে হল রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে । চিকিৎসক ডঃ রজত শুভ্র ব্যানার্জি নামে ওই চিকিৎসককেও একই গাড়িতে তুলে নিয়ে যায় কলকাতা পুলিশ । আজ শুক্রবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার হরিশ মুখার্জি রোড এলাকা ।
বিষয়টি নিয়ে সুকান্ত মজুমদার এক্স-এ লিখেছেন,পশ্চিমবঙ্গের ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিদেশ সফরে গিয়েছিলেন তখন তাকে এক আলোচনা সভায় পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেছিলেন ডক্টর রজত শুভ্র ব্যানার্জি, পরবর্তীকালে সেই ব্যক্তিকে কলকাতায় বিভিন্নভাবে হয়রানি করে রাজ্য পুলিশ। পরবর্তীকালে তিনি আমাকে এই সমস্যার কথা জানান, আজ ওনার বাড়ি গিয়ে উনার সাথে দেখা করতে গেলে পশ্চিমবঙ্গের পুলিশ আমাকে বাধা দেয় , দীর্ঘ এক ঘণ্টা ওনার বাড়ি থেকে কিছুটা দূরে আমাকে আটকে রাখে সেই ঘটনার খবর পেয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আসলে তাদেরকেও আটক করে, পরবর্তীকালে ডক্টর রজত শুভ্র ব্যানার্জি মহাশয় উনার বাড়ি থেকে আমাকে আটক করার স্থানে পায়ে হেঁটে দেখা করতে আসলে দলদাস পুলিশ আমাকে এবং ডক্টর রজত শুভ্র ব্যানার্জি মহাশয় সহ সকলকে টেনে হিঁচড়ে গ্রেফতার করে। ধিক্কার জানাই পুলিশ প্রশাসনকে। ছিঃ: পুলিশ ছিঃ । পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো।’
এদিন সকালে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে দলীয় কর্মসূচিতে বাইক নিয়ে এগোনোর চেষ্টা করতেই সুকান্তকে বাধা দেয় কলকাতা পুলিশ । পরে সুকান্ত একা বাইক নিয়ে নেতাজির বাড়ির দিকে যান। এরপরই চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বিজেপি সাংসদ। যাওয়ার পথে হরিশ মুখার্জি রোডে বাধা দেওয়া হয় । মিডিয়ার ক্যামেরায় ধরা পরে সেই ঘটনা । ঘটনাস্থলের অদূরেই বাড়ি ডঃ রজত শুভ্র ব্যানার্জির । তিনি পায়ে হেঁটে সুকান্তর কাছে আসেন । কিন্তু ডিসি সাউথের নেতৃত্বে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী তাদের ঘিরে রাখে।
ডঃ রজত শুভ্র ব্যানার্জি সাংবাদিকদের বলেন,’আমি সুকান্তবাবুর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম । তাই উনি এসেছেন । বাড়িতে বসে চা পান করতে করতে দু’চার কথা বলতাম শুধু ।’ তিনি আরও বলেন,’আমার মা বাড়িতে ওঁর জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ টিভিতে দেখে মা কেঁদে ফেলেছেন। বলেছেন, ওঁকে আসতে বারণ কর৷’ কিন্তু পুলিশের বাধা পেয়ে রজত শুভ্র ব্যানার্জি পায়ে হেঁটে তার বাড়ি যাওয়ার জন্য সুকান্ত মজুমদারকে প্রস্তাব দেন । এরপর দু’জনা এগুতেই পুলিশ তাদের দু’জনকে একটা লাল গাড়িতে তুলে লালবাজার নিয়ে যায় । সুকান্ত মজুমদার বলেন,’কেন আমাদের আটক করা হল জানি না। বিশ্বের কোথাও এমন হয় না । এরাজ্যেই হয় শুধু ।’।

