এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ ফেব্রুয়ারী : নির্মান হওয়ার মাত্র ২ বছরের মধ্যেই ভেঙে পড়ল বালুরঘাটে আত্রেয়ী নদীর উপর নির্মিত বাঁধের একাংশ । আর এর পরেই নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগ উঠছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এদিকে নদীর জল ঢুকে প্লাবিত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত গ্রামবাসীরা । আত্রেয়ী নদীর উপর নির্মিত বাঁধের একাংশ ভেঙে পড়ার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কার্যত তুলোধুনো করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার । তিনি কটাক্ষ করেছেন,’মাননীয়ার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে উন্নয়ন আর বিপর্যয় সমার্থক !’ পাশাপাশি তিনি মমতা ব্যানার্জিকে ‘পশ্চিমবঙ্গের পাপ’ বলে অবিহিত করে ভবিষ্যৎবাণী করেছেন,’এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ।’
বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে আত্রেয়ী নদীর উপর বাঁধা নির্মাণের কাজ শুরু করেছিল রাজ্য সরকার । বাঁধের কাজ সম্পূর্ণ হয়ে গেছে ২০২৩ সালে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীবাঁধের উদ্বোধন করেন। এমনকি নীল-সাদা রঙ পর্যন্ত করা হয় । এমতাবস্থায় ওই বাঁধে যাতায়াতের সিঁড়ি রবিবার রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । এই অবস্থায় নদীর জল গ্রামে ঢুকে প্লাবনের আশঙ্কা করছেন গ্রামবাসী । এদিকে ভাঙা বাঁধের ভিডিও পোস্ট করে সুকান্ত মজুমদার এক্স-এ লিখেছেন,’মাননীয়ার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে উন্নয়ন আর বিপর্যয় সমার্থক! বছর দুয়েক আগে বালুরঘাটে আত্রেয়ী নদীর উপর ড্যাম তৈরি করেছিল রাজ্য সরকার। কিন্তু সেখানেও বিপর্যয়। আকস্মিকভাবেই সেই ড্যামও ভেঙ্গে গেল। ঘটনার পর থেকেই যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন। ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-এর রাজত্বে যে কায়দায় সর্বত্র প্রতিষ্ঠানিক লুঠ চলছে, তাতে স্পষ্ট আগামী বছর পশ্চিমবঙ্গের মানুষই তাঁর লুঠের সরকারও ভেঙ্গে গুঁড়িয়ে দেবেন এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ ।’
জানা গেছে,বাঁধ ভাঙার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সেচদপ্তরের ইঞ্জিনিয়াররা। যায় পুলিশবাহিনী এবপং পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র । তাঁরা বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন। জলের অতিরিক্ত চাপেই বাঁধের একাংশ ভেঙে পড়েছে বলে মনে করছেন তারা । এদিকে একটা নতুন বাঁধ অল্প দিনে ভেঙে পড়ায় শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে ।।