এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ এপ্রিল : স্কুটিতে কপিধ্বজ ও গলায় তুলসী মালা থাকার অপরাধে এক হিন্দু যুবকের উপর হামলা চালানোর অভিযোগ উঠল ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে মিছিল করা লোকজনের বিরুদ্ধে । গুরুতর আহত স্কুটি চালকের ভিডিও পোস্ট করে ঘটনার তীব্র নিন্দা করেছে রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার । তিনি লিখেছেন,’ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এটা কি আপনার প্রিয় ক্যাবিনেট মন্ত্রী এবং সাম্প্রদায়িক নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরীর তথাকথিত “জেলা টাইট”-এর মডেল? মুর্শিদাবাদ, নদীয়া এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকার পর, এখন ‘দুধেল গাই’ ব্রিগেডের তাণ্ডব কলকাতার ঠিক পাশেই বারুইপুরে পৌঁছেছে! আন্দোলনের আড়ালে নিরীহ হিন্দুদের উপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। পশ্চিমবঙ্গের নির্যাতিত বাঙালি হিন্দুরা সবকিছুর খোঁজ রাখছে। ২০২৬ সালে এর জবাব পেতে প্রস্তুত থাকুন – প্রতিটি ঘটনার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে।’
প্রসঙ্গত,ঘটনাটি ঘটেছে দিন দুয়েক আগে বারুইপুর ফ্লাইওভারের সামনে । ওইদিন ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বারুইপুর পুলিশ সুপারের অফিসে ডেপুটেশন ছিল । মুসলিমরা মিছিল করে পুলিশ সুপারের অফিসে যাচ্ছিল । উৎপল মণ্ডল এক যুবক স্কুটিতে চড়ে যাওয়ার সময় বারুইপুর ফ্লাইওভারের সামনে সেই মিছিলে আটকে যান । ভিডিওতে আহত যুবককে বলতে শোনা গেছে, ‘ওরা মিছিল করছে আমরা আমি জানিনা । আমার তাড়া ছিল বলে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম৷ তখন আমাকে সবাই মিলে ধরে লাথি মারে, মুখে মারে, কথা বলতে পারছি না, গলায় তুলসির মালা ছিল বলে আরো মেরেছে । চশমা ভেঙ্গেছে । মাথায় লাথি মেরেছে । বুকে লাথি মেরেছে । চোখে মেরে চোখ দিয়ে রক্ত বের করে দিয়েছে । নাক দিয়ে রক্ত বের করে দিয়েছে । আমার গাড়িটা ভেঙে দিয়েছে ।’ তিনি বলেন, আমি ওদের অনুরোধ করেছিলাম । এখন আমি চোখে দেখতে পাচ্ছি না আর মাথায় খুব যন্ত্রণা করছে ।’ তবে বর্তমানে ওই যুবকের শারীরিক অবস্থা কেমন আছে এবং এ নিয়ে থানায় লিখিত কোন অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা জানা যায়নি।।

