এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ এপ্রিল : রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মারাত্মক এক অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তাঁর অভিযোগ,বিজেপিতে যোগদানের অপরাধে ৩ আদিবাদী মহিলাকে দন্ডি কেটে রাস্তা পরিক্রমার করানোর হয়েছে । শুক্রবার রাত্রি ১০.৪৬ নাগাদ টুইটারে ওই ভিডিও পোস্ট করে সুকান্ত মজুমদার লিখেছেন,’তপন গোফানগরের বাসিন্দা মার্টিনা কিস্কু, শিউলি মার্ডি, ঠাকরান সোরেন এবং মালতি মুর্মু গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন। তারা তফসিকি জাতি সম্প্রদায়ভুক্ত ।আজ টিএমসি গুন্ডা তাদের টিএমসিতে ফিরে যেতে বাধ্য করেছে এবং দন্ডি কেটে পরিক্রমা করতে বলে তাদের শাস্তি দিয়েছে । টিএমসি বারবার আদিবাসীদের অপমান করেছে । এই অপমানকে তারা আরও উঁচুতে নিয়ে গেল । এটা অত্যন্ত নিন্দনীয় । আমরা দৃঢ়ভাবে আমাদের কর্মকারদের পাশে আছি এবং তাদের রক্ষার জন্য সবকিছু করব।’
সুকান্ত মজুমদারের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, তিন মহিলার মধ্যে একজন মধ্য বয়সী বিবাহিতা মহিলা শাড়ি পরিহিত । অন্য দুই তরুনীর পরনে নাইট ও শালোয়ার কামিজ । তাঁদের হাতে একটি করে ছোট কাঠি । মহিলার সাষ্টাঙ্গপ্রণামের মত করে রাস্তায় উবুড় হয়ে শুয়ে পড়ছেন । লাঠিটা হাতের শেষ প্রান্তে রেখে ফের সেই জায়গা থেকে দন্ডি কাটা শুরু করছেন ।
ঘটনার নিন্দা জানিয়ে শনিবার নিজের ফেসবুক পেজে সুকান্ত মজুমদার লিখেছেন । ‘ছিঃ তৃণমূল ছিঃ! আর কত নীচে নামবেন ?আজ মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকলো সংস্কৃতি, শিক্ষা ও নাটকের শহর তথা তেভাগা আন্দোলনের মাটি। দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাটের প্রকাশ্য রাস্তায় তৃণমূল জেলা পার্টি অফিসের সামনে ৩ জন আদিবাসী মহিলাকে রাস্তায় দন্ডি কেটে রাস্তা পরিক্রমা করানো হলো, সাক্ষী থাকলেন পথচলতি নাগরিকরা। তাঁদের অপরাধ ওনারা তপন বিধানসভার গোফানগর অঞ্চল থেকে ভারতীয় জনতা পার্টিতে গতকাল যোগদান করেছিলেন।
এই ধরনের সংস্কৃতি বালুরঘাট তথা পশ্চিমবঙ্গের মানুষ আগে কখনো দেখেনি। তৃণমূল দল যে আদিবাসী বিরোধী তা বারবার প্রমাণ করে দিয়েছে। যেখানে আমাদের দেশের প্রথম নাগরিক একজন সম্মানীয়া জনজাতি মহিলা সেখানে মা মাটি মানুষের কথা বলা রাজনৈতিক দল আজ প্রমান দিলো যে তারা আদিবাসী সমাজকে কতটা নীচু মানসিকতার চোখ দিয়ে দ্যাখে।’
তিনি আরও লেখে,’স্বাধীন গনতন্ত্রিক দেশ ভারতবর্ষে প্রত্যেক মানুষের রাজনৈতিক স্বাধীনতা আছে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ ছাড়া। এর জবাব বালুরঘাটসহ পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে দেবে। জনজাতি সমাজের প্রতি এমন মধ্যযুগীয় বর্বরতা একমাত্র মমতা ব্যানার্জির তৃণমূল নেতা নেত্রীরাই করতে পারে। জনজাতি সমাজের এমন অপমান বিজেপি মেনে নেবে না ।’
সুকান্ত মজুমদার বলেছেন,’বিজেপি সব সময় জনজাতি সমাজের মানুষের সাথে আছে। আমি এই ঘটনার সঙ্গে যুক্ত দক্ষিণ দিনাজপুর জেলার শাসকদলের নেতা নেত্রীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। যদি প্রশাসন কোন পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে বিজেপি বৃহত্তর আন্দোলনের পথে নামবে ।’।