এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ ফেব্রুয়ারী : নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ইডি) অন্যতম প্রধান হাতিয়ার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু গত বছরের ৮ ডিসেম্বর থেকে এসএসকেএম হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন । তার ভয়েস স্যাম্পেল টেস্ট নিয়ে দীর্ঘদিন ধরেই এসএসকেএম ও ইডির মধ্যে টানাপড়েন চলছিল । অবশেষে আদালতের হস্তক্ষেপে ভয়েস স্যাম্পেল টেস্ট করতে সক্ষম হয় ইডি । এবারে কালীঘাটের কাকুকে ‘মেডিক্যালি আনফিট’ সার্টিফিকেট দিল এসএসকেএম কর্তৃপক্ষ । সোমবার এসএসকেএম হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার আদালতে উপস্থিত থেকে এ কথা জানিয়েছেন । সুপারের তরফে কালীঘাটের কাকুর মেডিক্যাল রিপোর্ট আদালতে তুলে দেওয়া হয় । রিপোর্টে বলা হয়েছে তার বুকে স্টেন্ট বসানো আছে,তবে তার কার্ডিও-অবস্থা স্থিতিশীল । রিপোর্টটি ইডিকে হস্তান্তর করা হয়েছে । এবার ইডি তাদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরীক্ষা করে দেখবে। আগামী ৭ ফেব্রুয়ারী এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত ।
অন্যদিকে অভিযুক্তের হয়ে সওয়াল করার জন্য রাজ্যের পাবলিক প্রসিকিউটর(পিপি) দেবাশিস রায়কে আদালতের সমালোচনার মুখে পড়তে হল । দেবাশিস রায়কে রাজ্যের হয়ে সওয়াল করতে দেখে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন,’আইনজীবীদের এই ভূমিকা গ্রহণযোগ্য নয়।’ এর আগে নিয়োগ দূর্নীতি মামলায় কালীঘাটের কাকুর আইনজীবী হিসাবে অ্যাডভোকেট জেনারেল বা এজি কিশোর দত্তের সওয়াল করা নিয়ে প্রশ্ন উঠেছিল ।।