দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০১ জুন : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার পুলিশ ব্যারাকের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন একজন সাব ইন্সপেক্টর(এস আই) । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । আজ বৃহস্পতিবার সকালে ব্যারাকে নিজের ঘরের মধ্যেই ইন্সপেক্টর পুষ্পেন ঘোষকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সহকর্মীরা । প্রাথমিকভাবে অনুমান,হতাশায় আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী । কিন্তু হতাশার কারন স্পষ্ট নয় । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
থানা সূত্রে খবর,বুধবার রাতে নাইট ডিউটি সেরে ব্যারাকে ফিরেছিলেন পুষ্পেন ঘোষ । এদিন সকালেও থানায় ডিউটি ছিল তাঁর । কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেও তিনি ডিউটিতে যোগ না দেওয়ায় খোঁজাখুঁজি শুরু হয় । সহকর্মীরা তার ঘরের সামনে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি । এরপর তারা ঘরের খোলা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতেই সিলিং ফ্যানের সঙ্গে ওই সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ দেখতে পায় ।
এদিকে ওই পুলিশ আধিকারিকের আত্মহত্যার কারন নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে । মৃতের সহকর্মীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে খুব হতাশ দেখাচ্ছিল পুষ্পেন ঘোষকে । বেশ কিছুদিন ধরে তিনি খাওয়া দাওয়াও ঠিকঠাক করছিলেন না । তার হতাশার পিছনে পারিবারিক সমস্যা,নাকি অতিরিক্ত ডিউটির চাপ, তা স্পষ্ট নয় । যদিও পূর্ব বর্ধমান জেলার পুলিশের শীর্ষ আধিকারিকদের কাছ থেকেও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল কোনো বিবৃতিও পাওয়া যায়নি । এনিয়ে নিয়ে মুখ খুলতে চাননি আউশগ্রাম থানার আইসি আবদুল রউফ খান ।।

