প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৩ জুন : পাশ করানো না হলে এক যোগে আত্মহত্যা করবে বলে হুঁশিয়ারি দিল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়া একদল ছাত্রী। পথ নেমে শুধু হুঁশিয়ারি দেওয়াই নয়।পূর্ব বর্ধমানের কালনার মহিষমর্দিনী গার্লস স্কুল ও শশীবালা সাহা গার্লস হাইস্কুলের ওই ছাত্রীরা রাজ্য সরকার ও স্কুল কর্তৃপক্ষকেও ছেড়ে কথা বলেনি।তাঁরা সোমবার স্পষ্ট জানিয়ে দেয় ,২০ জুন মার্কশিট দেওয়া হবে। তার মধ্যে তাঁদের পাশ করানো না হলে তাঁরা আত্মহত্যা করবেন। আর তার জন্য সম্পূর্ণ ভাবে দায়ী থাকবে রাজ্য সরকার ও স্কুল। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে না পারা ছাত্রীদের পথে দাঁড়িয়ে এমন হুঁশিয়ারি কার্যতই নজিরহীন বলে মনে করছে শিক্ষক মহল ।
কালনা মহকুমার নামজাদা স্কুল গুলির অন্যতম মহিষমর্দিনী গার্লস স্কুল। ওই স্কুলের ১৭০ জন ছাত্রী এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। ১০ জুন ফল প্রকাশ হলে দেখা যায় ১৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৩ জন ছাত্রী পাশ করেছে। ’আনসাকসেসফুল’ রেজাল্ট এসেছে ৬৭ জন ছাত্রীর ।একই ভাবে কালনার শশীবালা সাহা গার্লস হাইস্কুলের ৪৫ জন পরীক্ষাক্ষার্থীর মধ্যে ২৮ জনের রেজাল্টও ’আনসাকসেসফুল’ এসেছে।আর এমন রেজাল্টের বিষয়ে জানতে পারার পর থেকেই ক্ষোভে ফুঁষতে শুরু করে অকৃতকার্য হওয়া সকল ছাত্রী ও তাঁদের অভিবাবকরা।এরপর এদিন তাঁরা পাশ করানোর দাবিতে প্রথমে কালনা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান।পরে দফায় দফায় বৈদ্যপুর মোড়ে সড়কপথ অবরোধ করেও বিক্ষোভ দেখানো শুরু করে অকৃতকার্য হওয়া দুই স্কুলের সকল ছাত্রী ও তাঁদের অভিভাবকরা। পুলিশ ঘটনাস্থলে পৌছে ছাত্রী ও অভিভাবকদের ক্ষোভ বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করে । পরে বিদ্যালয়ের শিক্ষিকারা ঘটনাস্থলে পৌছে ছাত্রী ও অভিভাবকদের বুঝিয়ে পথ অবরোধ
বিক্ষোভ থেকে তাঁদের বিরত করেন ।
বিক্ষোভ স্থলে দাঁড়িয়ে ছাত্রীরা সংবাদ মাধ্যমকে জানায়,তাঁদের বেশিরভাগ জনেরই ইংরাজী বিষয়ে রেজাল্ট খারাপ এসেছে।আবার কারুর কারুর ’এডুকেশন’ সাবজেক্টে রেজাল্ট খারাপ এসেছে। ছাত্রীরা এদিন দাবী করেন কোন সাবজেক্টেই ফেল করার মতো পরীক্ষা তাঁরা দেননি।সব বিষয়ে ভালো পরীক্ষা দেওয়ার পরেও তাঁদের রেজাল্ট কেন
’আনসাকসেসফুল’ এল সেটাই তাঁদের বোধগম্য হচ্ছে না । তাই পাশ করানোর দাবীতে এদিন পথে নামতে বাধ্য হয়েছেন বলে বলে ছাত্রীরা জানান ।
ছাত্রীদের এই বিক্ষোভ প্রসঙ্গে মহিষমর্দিনী গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা টিনা শীল বলেন, ‘আমাদের স্কুলের ১৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭ জনের রেজাল্ট ’আনসাকসেসফুল’ এসেছে।তা মেনে নিতে না পেরে অকৃতকার্য হওয়া ছাত্রীরা এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করলে ওদের বোঝাই।।’রিভিউ’ করার জন্য ছাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে।” অন্যদিকে শশীবালা সাহা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা শান্তি মুখোপাধ্যায় বলেন,“ আমাদের স্কুলের ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জনের রেজাল্ট ’আনসাকসেসফুল’ এসেছে। আমরাও অকৃতকার্য হওয়া ছাত্রীদের ’রিভিউ’ করার পরামর্শ দিয়েছি ।’
যদিও বিক্ষোভ স্থলে দাড়িয়েই এদিন মাম্পি বিশ্বাস ও পিউ মণ্ডল সহ একদল ছাত্রী স্কুল ও রাজ্য সরকারকে উদ্দেশ্য করা হুঁশিয়ারি দেয় । তাঁরা স্পষ্ট জানিয়ে দেন,’পরীক্ষার খাতা তাঁরা ’রিভিউ’ করাবেন না। ২০ জুন রেজাল্ট দেওয়া হবে বলা হচ্ছে । তার মধ্যে তাঁদের সবাইকে পাশ করাতেই হবে ।পাশ করানো না হলে তাঁরা সবাই আত্মহত্যা করবেন। আর তার জন্য দায়ী থাকবে সরকার ও স্কুল ।’।