এইদিন ওয়েবডেস্ক,পেশোয়ার,০৪ মার্চ : শুক্রবার পাকিস্তানের পেশোয়ারের কোচা রিসালদার (Kocha Risaldar) এলাকার একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩০ জনের । নিহতদের মধ্যে রয়েছে দু’জন করে পুলিশ ও হামলাকারী । আহত হয়েছেন ৮০ জন । আহতদের স্থানীয় লেডি রিডিং হাসপাতালে চিকিৎসা চলছে । আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক । পুলিশ ও নিরাপত্তা সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে । তবে এই ঘটনার জন্য কোনও সংগঠন এখনও দায় স্বীকার করেনি বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া সরকারের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফ । সেই সঙ্গে তিনি জানিয়েছেন,এটি আত্মঘাতী বোমা হামলা ছিল । হামলায় দু’জন জঙ্গি জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে ।
জানা গেছে, মসজিদটি রয়েছে কোচা রিসালদা
নগরীর কিসা খোয়ানি বাজারে (Qissa Khwani Bazaar) । এদিন জুমার নামাজ থাকায় মসজিদটি ভিড়ে ঠাসা ছিল । সেই সময় দুই বন্দুকধারী মদজিদে চড়াও হয় । মসজিদটির নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশকর্মীর সঙ্গে গুলির লড়াই শুরু হয় হামলাকারীদের । একজন পুলিশকর্মী ও এক হামলাকারী ঘটনাস্থলেই মারা যান । তাঁদের গুলির লড়াইয়ের সময় অপর হামলাকারী ছুটে মসজিদে ঢুকে পড়ে শরীরে বেঁধে রাখা বোমায় বিস্ফোরণ ঘটায় । খাইবার পাখতুনখোয়া সরকারের মুখপাত্র জানিয়েছেন,হতাহতদের সরকারীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ।।