এইদিন ওয়েবডেস্ক,খাইবার পাখতুনখোয়া,৩১ জুলাই : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলার খার এলাকায় জমিয়ত উলেমা-ই-ইসলামের সম্মেলনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে । আরও অন্তত ১১১ জন মানুষ আহত হয়েছে । আহতদের মধ্যে কয়েক ডজন মানুষের অবস্থা গুরুতর । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা । তবে এখনো পর্যন্ত কোনো সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি ।
রবিবার খারের শিন্দে মোড়ে এনএডিআরএ অফিসের কাছে জমিয়তে উলেমা-ই-ইসলামের সম্মেলনে চার শতাধিক মানুষ জমায়েত হয়েছিল । সেই সময় মঞ্চের খুব কাছেই বিস্ফোরণটি ঘটে । জেলা প্রশাসনের পাশাপাশি পাকিস্তানি সেনারাও উদ্ধার অভিযানে অংশ নেয় । বিস্ফোরণে গুরুতর আহত ১০ জনকে পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টারে করে লেডি রিডিং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেনাবাহিনীর ৩ টি হেলিকপ্টার আহতদের উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল । তদন্তকারী দল জানতে পেরেছে,প্রায় ১২ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয় । সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণের মুহুর্তের ভিডিও ভাইরাল হয়েছে । অনুষ্ঠানস্থল পূর্ণ হওয়ার ঠিক পরেই মঞ্চের কাছে আত্মঘাতী বিস্ফোরণটি ঘটতে দেখা গেছে ওই ভিডিওতে । বলা হচ্ছে যে,ওই ইসলামি সংগঠনের ডাকে সমাবেশে তখন প্রায় ৪০০ জনের বেশি সমর্থক সেখানে উপস্থিত ছিল ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাজাউর বিস্ফোরণের নিন্দা করেছেন এবং জমিয়ত উলেমা-ই-ইসলাম (এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান এবং ফেডারেল মন্ত্রী মাওলানা আসাদের সাথে যোগাযোগ করে তার শোক প্রকাশ করেছেন ।।