এইদিন ওয়েবডেস্ক,কোয়েটা (পাকিস্তান),৩০ নভেম্বর : বুধবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় একটি পুলিশের গাড়িতে বোমা হামলা চালালো তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) । এই হামলায় ৩ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে বলে খবর ৷ স্থানীয় পুলিশ আধিকারিক আজহার মেহেসার পাকিস্থানের সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, কোয়েটা শহরে পোলিও টিকাদানকারীদের রক্ষা করার জন্য সঙ্গে যাচ্ছিল পুলিশের একটি টহলদারি ভ্যান । সেই সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয় । হামলায় একজন পুলিশকর্মী, একজন মহিলা ও একটি শিশু নিহত হয়েছে । তিনি আরও জানান, আহতদের কোয়েটার সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকাটি ঘিরে রেখে তল্লাশি অভিযান চালানো হচ্ছে । এদিকে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে টিটিপি ।
পাকিস্তানের তালেবান তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত । আফগানিস্তানের তালেবান থেকে ভিন্ন কট্টর ইসলামপন্থী মতাদর্শে বিশ্বাসী এই সন্ত্রাসবাদী সংগঠনটি । গত গ্রীষ্মে ইসলামাবাদের সাথে তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল । কিন্তু সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করে দেশব্যাপী পুনরায় আক্রমণ শুরু করেছে ।।