এইদিন ওয়েবডেস্ক,বেলুচিস্তান,২১ মে : বেলুচিস্তানে জামায়াত-ই-ইসলামী নেতা সিরাজুল হকের কনভয়ে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে । শুক্রবার (১৯ মে ২০২৩) সিরাজুল হক দলীয় কর্মীদের নিয়ে পাকিস্তানের কোয়েটা থেকে যোব শহরে একটি জনসভায় ভাষণ দিতে যাচ্ছিলেন । সেই সময় তার গাড়ির কাছে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে । তবে ওই জামায়াত নেতা বরাত জোরে প্রাণে বেঁচে গেলেও বিস্ফোরণে ৭ জন আহত হয়েছে বলে খবর । তবে কোন সংগঠন এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয় । এই ঘটনায় পাকিস্তানের কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে ।
এদিকে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীর দেহাংশগুলি ঝাব জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে কিন্তু তাকে রবিবার পর্যন্ত শনাক্ত করা যায়নি । বেলুচিস্তানে পুলিশ কর্মকর্তারা বলেছেন, দেহাংশগুলি আরও পরীক্ষার জন্য পাঞ্জাব ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হবে ৷ বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে যায় বোমা ডিসপোজাল স্কোয়াডের কর্মকর্তারা । পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতা সিরাজ-উল-হককে শনিবার বেলুচিস্তান সরকারের একটি হেলিকপ্টারে করে কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে ।হামলার প্রতিবাদে রবিবার কোয়েটা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা ।।