প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৪ আগস্ট : বিয়ের আর কয়েকটা দিন মাত্র বাকি ছিল । তার আগেই ফেসবুক মেসেঞ্জারে প্রেমিকাকে আত্মহত্যার ভিডিও পাঠিয়ে আত্মঘাতী হলেন প্রেমিক।মৃত যুবকের নাম সুব্রত বিশ্বাস (২১)। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত শ্বাসপুর দিঘির পাড় এলাকায়।সোমবার কালনা মহকুমা হাসপাতাল পুলিশ মর্গে যুবকের মৃতদেহের ময়নাতদন্ত হয়।পুলিশ যুবকের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনা-১ ব্লকের সাতগাছি পঞ্চায়েতের শাসপুর দিঘিরপাড়
এলাকায় সুব্রত বিশ্বাসের বাড়ি। একটি বেসরকারী
আর্থিক প্রতিষ্ঠানে সংস্থায় সে কাজ করতো। পরিবার সদস্যরা সোমবার জানান,“উত্তর ২৪ পরগণার কাঁচরাপাড়ার এক তরুণীর সঙ্গে প্রেম ভালবাসা হয় ।ওই তরুণীর বাড়িতেও সুব্রতর যাতায়াত ছিল। আগামী শনিবার তাদের বিয়ের কথা ছিল।
সুব্রতর পিসতুতো দাদা শুভ মিশ্র এদিন বলেন,
রবিবার রাতে কোন কারণে হয়তো প্রেমিকার সাথে
সুব্রতর অশান্তি হয়। প্রেমিকার সঙ্গে অশান্তির পরেই সম্ভবত ফেসবুক মেসেঞ্জারে প্রেমিকাকে আত্মহত্যার ভিডিও পাঠিয়ে রাখে প্রেমিক সুব্রত ।
সোমবার ভোররাতেও সুব্রতর ঘরে আলো জ্বলছে দেখে ঠাকুমা ঘরে ঢোকেন । তখনই তিনি গলায় ফাঁস লাগানো অবস্থায় সুব্রতকে ঝুলতে দেখে চিৎকার জুড়ে দেন।এরপর বেলায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। বিয়ের কয়েকদিন আগে প্রেমিক যুবকের এমন মর্মান্তিক পরিণতির কথা জেনে স্তম্ভিত কালনার বাসিন্দারা ।।